For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারের মুখে দাঁড়িয়েও নতুন ইতিহাস গড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হারের মুখে দাঁড়িয়েও নতুন ইতিহাস ডোনাল্ড ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

সময় যত গড়াচ্ছে হিসেবটা ততই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। এদিকে অসম্ভাবী হারের মুখে দাঁড়িয়েও নয়া নজির গড়তে চলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাঙতে চলেছে গত ৩ দশকের পুরনো রেকর্ডও। সহজ ভাষায় বললে ১৯৯২ সালে ডেমোক্র্যাটি প্রার্থী বিল ক্লিন্টনের কাছে পরাজয়ের পর আর কোনও মার্কিন রাষ্ট্রপতিই দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত হননি। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

হারের মুখে দাঁড়িয়েও নতুন ইতিহাস গড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন নির্বাচনী ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে জর্জ বুশের পর শেষ তিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লু বুশ (জুনিয়র), এবং বারাক ওবামা প্রত্যেকেই একটানা দু-বাবের জন্য রাষ্ট্রপতি পদে আসীন থেকেছেন। কিন্তু খুব সম্ভবত সেই রেকর্ড আর ধরে রাখতে পারলেন না ট্রাম্প। যদিও ট্রাম্পই প্রথম নন এর আগেও আরও একাধিক জননেতাকে তাদের জনবিরোধী কাজের জন্য দ্বিতীয় দফার নির্বাচনেই ছুঁড়ে ফেলেছে আমেরিকার জনগণ।

এদিকে গত ১০০ বছরের রেকর্ডে মাত্র চার জন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন, এমনটাই বলছে মার্কিন নির্বাচনী ইতিহাস। তালিকায় নাম রয়েছে জর্জ বুশ, জিমি কার্টার, জেরাল্ড ফোর্ড, হারবার্ট হুবারের নাম। এর মধ্যে ১৯৯২ সালে ডেমোক্র্যাটিক প্রার্থী বিল ক্লিন্টরের কাছে হারে জর্জ বুশ। অন্যদিকে ১৯৮০ সালে রিপাবলিকান রোনাল্ড রিগনের কাছে হেরেছিলেন ডেমোক্র্যাট জিমি কার্টার। এদিকে ১৯৭৬ সালে আবার জিমি কার্টারের কাছেই পরাজিত হন রিপাবলিকান জেরাল্ড ফোর্ড। অন্যদিকে ১৯৩২ সালে ডেমোক্র্যাটিক ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে পরাজিত হন রিপাবলিকান হারবার্ট হুভার।

ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের এনডিএ সরকার, শেষ পর্বের ভোটের আগে চিঠি লিখে বার্তা মোদীর ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের এনডিএ সরকার, শেষ পর্বের ভোটের আগে চিঠি লিখে বার্তা মোদীর

English summary
donald trumps new history in the face of defeat in usa election 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X