For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৯/১১-এ ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বন্ধ হবে না', এমন বিলে সই করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোমবার, ২৯ জুলাই, ৯/১১ সন্ত্রাসবাদী হানায় মৃত দের পরিবার-পরিজনকে ক্ষতিপূরণ দেওয়ার সম্পর্কিত একটি বিলে সই করলেন।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোমবার, ২৯ জুলাই, ৯/১১ সন্ত্রাসবাদী হানায় মৃত দের পরিবার-পরিজনকে ক্ষতিপূরণ দেওয়ার সম্পর্কিত একটি বিলে সই করলেন। এই বিলে রাষ্ট্রপতি সাক্ষর করার সঙ্গে সঙ্গে সুনিশ্চিত হয়ে গেল যে ভয়াবহ ওই সন্ত্রাসবাদী হানায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের পরিবারকে সাহায্য করার অর্থের কখনও অভাব ঘটবে না।

৯/১১-এ ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বন্ধ হবে না, এমন বিলে সই করলেন ডোনাল্ড ট্রাম্প

জাতীয় আবেগের সঙ্গে জড়িত ওই বিলটিতে সই করার আগে ট্রাম্প বলেন: "আজ আমরা ১১ সেপ্টেম্বরের নায়কদের স্বার্থে একজোট হলাম; তাঁদের পরিবারের দেখভালের শপথ নিলাম এবং আমাদের সেই চিরকালীন শপথের কথা না ভোলার আরও একবার অঙ্গীকার করলাম।"

ত্রাণকর্তাদেরও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প

দু'হাজার এক সালের সেপ্টেম্বর মাসের সেই ভয়ঙ্কর দিনটিতে যাঁরা ত্রাতার ভূমিকায় ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদেরও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। গত দুই দশক ধরে তাঁদের নানা প্রতিকূলতার মধ্যে লড়াই করার অভিজ্ঞতাকে তিনি কুর্নিশ জানান। সেই ভয়াবহ নাশকতমূলক কর্মকাণ্ডের পর নিউ ইয়র্কের দমকল ও পুলিশ বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পরে রক্ষাকার্যে, তাকেও অভিবাদন জানান ট্রাম্প, যাঁর জন্মও নিউ ইয়র্ক শহরেই।

এর মধ্যে আবার বিতর্কও বাধান মার্কিন রাষ্ট্রপতি

তবে ট্রাম্প যখন কিছু বলেন, তখন বিতর্ক হয় না, তাও কি হয়েছে? এদিন তিনি বলেন ৯/১১-র ঘটনার পরে তিনিও অকুস্থলে ছিলেন যদিও নিজেকে ত্রাণকর্তা হিসেবে তিনি দাবি করেননি; শুধু বলেছেন যে তিনিও সেখানে ছিলেন। আর তাতেই চোখ কপালে উঠেছে অনেকের কারণ এর আগে নানা প্রতিবেদনে জানানো হয়েছে যে তিনি তখন ঘটনাস্থল থেকে অনেক দূরে তাঁর ট্রাম্প টাওয়ারের অফিসে ছিলেন।

English summary
Donald Trump signs bill to ensure help for 9 11 victims never dry up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X