For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এইচ-১বি ভিসার নিয়ম ফের কড়া করল আমেরিকা, ফের বিপাকে ভারতীয়রা

এইচ-১বি ভিসা নিয়ে ফের নিয়মের কড়াকড়ি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভিসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে।

  • |
Google Oneindia Bengali News

এইচ-১বি ভিসা নিয়ে ফের নিয়মের কড়াকড়ি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভিসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। আগের মতো সহজেই এইচ-১বি ভিসা পাওয়া যাবে না। যার ফলে মার্কিন মুলুকে কাজ করতে যাওয়া ভারতীয়রা বিপাকে পড়তে চলেছেন।

এইচ-১বি ভিসার নিয়ম ফের কড়া করল আমেরিকা, ফের বিপাকে ভারতীয়রা

যদি এইচ-১বি ভিসা পাওয়াও যায় তাহলেও তা পুরো তিন বছরের নাও হতে পারে। ফলে ভারতীয়রা ও ভারতীয় আইটি কোম্পানি বড় ধাক্কা খেতে চলেছে। কারণ এই ভিসার সবচেয়ে বেশি প্রয়োজন আইটি কোম্পানিগুলিরই হয়।

শুধু ভিসার কড়াকড়ির ফলেই এইচ-১বি ভিসা থেকে গ্রিন কার্ড পাওয়ার নিয়ম শুধু জটিলই হল না, এককথায় দুষ্প্রাপ্য হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

মার্কিন প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এইচ-১বি ভিসা পেতে গেলে কোম্পানিকে বিস্তারিত তথ্য জানাতে হবে। কোন কাজের জন্য কর্মীকে এই ভিসা দেওয়ার আবেদন করা হচ্ছে তা জানাতে হবে। কতদিনের অ্যাসাইনমেন্ট তাও উল্লেখ করতে হবে।

এর ফলে ভারতীয় আইটি কোম্পানিগুলির বেশ বড় ধাক্কা লাগতে চলেছে। প্রথমত কোন কাজের জন্য ভারতীয়কে আনা হচ্ছে তা যেমন পুরোপুরি ব্যাখ্যা করতে হবে, তার উপরে পুরো তিন বছরের ভিসা নাও মিলতে পারে। এদিকে গত দুই বছরে আইটি কোম্পানিগুলির এইচ-১বি ভিসার আবেদন কমে গিয়েছে। স্থানীয় আমেরিকানদের বেশি করে কাজে যোগ দেওয়ানো হচ্ছে। এই অবস্থায় আগামিদিনে ভারতীয় কোম্পানিগুলি কী পদক্ষেপ করে সেটাই দেখার।

English summary
US tightens H-1B visa rules, Indians and IT companies to face the heat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X