For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশী চিনকে একহাত নিয়ে ডোকলাম ইস্যুতে যা জানাল জাপান

প্রতিবেশী চিনকে একহাত নিয়ে ডোকলাম ইস্যুতে এবার ভারতের পাশে জাপান। জাপান জানিয়েছে ডোকলাম নিয়ে সেনার দ্বারা বর্তমান পরিস্থিতি পাল্টানোর চেষ্টা একেবারেই উচিত নয়।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবেশী চিনকে একহাত নিয়ে ডোকলাম ইস্যুতে এবার ভারতের পাশে জাপান। জাপান জানিয়েছে ডোকলাম নিয়ে সেনার দ্বারা বর্তমান পরিস্থিতি পাল্টানোর চেষ্টা একেবারেই উচিত নয়। এইভাবে পরোক্ষে ডাকলাম ইস্যুতে ভারতীয় সেনার অবস্থানকে কূটনৈতিকভাবে সমর্থন জানিয়েছে জাপান।

প্রতিবেশী চিনকে একহাত নিয়ে ডোকলাম ইস্যুতে যা জানাল জাপান

ভূটান ও ভারতের পাশে থেকে জাপান ভারতের কূটনৈতিক দাবিকে সমর্থন জানিয়েছে বলে মনে করা হচ্ছে। ভূটান ভুখণ্ড ডোকলামে চিনা সেনার রাস্তা নির্মাণ নিয়ে ভারত যে প্রতিরোধ গড়ে তুলেছে , তাতে কার্যত সায় দিয়েছে জাপান। এর আগে এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে মত পোষণ করার পর পরই জাপানের তরফে মুখ খোলা হয়েছে। যদিও ডোকলাম ইস্যুতে মার্কিনমুলুকের কূটনৈতিক চাল ভারতের পক্ষে রয়েছে বলেই মত অনেক বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবের ভারত সফরের আগেই জাপানের তরফ থেকে এই ধরণের সমর্থন বেশ তাৎপর্যপূর্ণ। এছাড়াও জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাস্তু সেদেশের অবস্থান নিয়ে অবহিত করেছেন দিল্লিকে ও থিম্পুকে। জাপান বিষয়টিকে শান্তিপূর্ণভাবে সমাধানের বার্তা দিয়েছে। অন্যদিকে ভারতের তরফেও নিজের সেনাকে ডোকলাম ইস্যুতে চিনা সৈনিকদের উস্কানিতে সাড়া না দিতে বলা হয়েছে। ফলে গোটা বিষয়টিই ধীরে ধীরে চিনেরা হাতের বাইরে যেতে শুরু করেছে বলে অনেক বিশেষজ্ঞদের মত।

English summary
Two months into the Doklam border standoff between Indian and Chinese soldiers, Japan has conveyed its unequivocal support to India and Bhutan through diplomatic channels — a first by a major country, which is China’s neighbour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X