For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইডেনের দেশে এবার ওমিক্রন আক্রান্ত হরিণের খোঁজ, নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বাড়ছে উদ্বেগ

এবার ওমিক্রন (Omicron) আক্রান্ত হরিণের খোঁজ আমেরিকার (USA) নিউইয়র্কে (New York)। সেখানে বেশ কিছু সাদা ল্যাজের হরিণের (Deer) মধ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। যা নিয়ে বাইডেনের দেশের প্রায় ৩ কোটি হরিণ নিয়ে আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

এবার ওমিক্রন (Omicron) আক্রান্ত হরিণের খোঁজ আমেরিকার (USA) নিউইয়র্কে (New York)। সেখানে বেশ কিছু সাদা ল্যাজের হরিণের (Deer) মধ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। যা নিয়ে বাইডেনের দেশের প্রায় ৩ কোটি হরিণ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। গবেষকরা আশঙ্কা করছেন এই হরিণের দেহে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলতে পারে।

বেশ কিছু হরিণের রক্ত ও নতুন পরীক্ষা

বেশ কিছু হরিণের রক্ত ও নতুন পরীক্ষা

নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে ১৩১ টি হরিণের রক্ত ও নাক থেকে নেওয়া নতুন পরীক্ষার পরে দেখা গিয়েছে সেগুলির ১৫%-এর মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এর থেকে পেনসিলভেনিয়েরা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, এর আগেও পশুরা করোনা আক্রান্ত হয়েছে এবং ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের মতোই।

ফের মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা

ফের মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা

গবেষকরা বলছেন, পশুদের মধ্যে কোনও ভাইরাস ছড়িয়ে পড়ার অর্থই হল তা ফের মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তবে সেক্ষেত্রে ভাইরাসের নতুন রূপের সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকে। আমেরিকার এক সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন পেনসিলভেনিয়ে স্টে ভেটেরিনারি মাইক্রো বায়োলজিস্ট সুরেশ কুচিপুডি।
তিনি আরও বলেছেন, ভাইরাস মিউটেট করলেই তা বর্তমান ভ্যাকসিনকে এড়িয়ে যেতে পারবে। সেই সময় আবার ভ্যাকসিনের পরিবর্তন হয়ে পড়বে।

হরিণের মধ্যে প্রথমবার ওমিক্রনের খোঁজ

হরিণের মধ্যে প্রথমবার ওমিক্রনের খোঁজ

আমেরিকার এই ঘটনায় প্রথমবারের জন্য হরিণের মধ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। এর থেকে মনে করা হচ্ছে আমেরিকায় ওমিক্রন আক্রান্ত যখন বৃদ্ধি পেয়েছিল সেই সময়েই তা পশুদের মধ্যেও ছড়ায়। তবে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যেখান থেকে বলা যায় পশুরা মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায়। গবেষকরা বলছেন সাধারণভাবে পশুরা করোনা আক্রান্ত মানুষদের থেকেই সংক্রমিত হচ্ছে।

যেসব পশুরা করোনা সংক্রমিত হয়েছে

যেসব পশুরা করোনা সংক্রমিত হয়েছে

গত অগাস্টে আমেরিকার সরকার জানিয়েছিল পৃথিবীর মধ্যে প্রথম ওহিয়োয় হরিণের মধ্যে করোনার খোঁজ পাওয়া গিয়েছে। এরপরেই সেখানে যেসব পশুর মধ্যে করোনার খোঁজ পাওয়া গিয়েছে তার তালিকাটা দীর্ঘ হয়।
ডেল্টাকে সরিয়ে ওমিক্রন জায়গা করে নেওয়ার অনেক আগেই হরিণের করোনা আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। এর আগে অবশ্য আমেরিকা জানিয়েছিল সেখানে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, স্নো লেপার্ড, ওটার্স, গেরিলা করোনা সংক্রমিত হয়েছে তাদের দেশে।

Weather Update: বৃষ্টি থামলেই ফের আবহাওয়ার পরিবর্তন! বাংলার বিভিন্ন জেলার আপডেট একনজরেWeather Update: বৃষ্টি থামলেই ফের আবহাওয়ার পরিবর্তন! বাংলার বিভিন্ন জেলার আপডেট একনজরে

English summary
Deer infected with Omicron raises concerns over new variant of Coronavirus in New York in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X