For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদ ঘনিষ্ঠ আনসারি নেপালে মেয়র পদপ্রার্থী, বিরোধিতা করে চিঠি ভারতের

দাউদ ইব্রাহিমের একসময়ের সঙ্গী নেপালের বীরগঞ্জে মেয়র পদপ্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের মোট ওয়ান্টেড আসামি তথা ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলার মূল ষড়যন্ত্রী দাউদ ইব্রাহিমের একসময়ের সঙ্গী নেপালের বীরগঞ্জে মেয়র পদপ্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছে। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই হইচই পড়ে গিয়েছে।

দাউদ ঘনিষ্ঠ আনসারি নেপালে মেয়র পদপ্রার্থী

বীরগঞ্জ ভারত সীমান্ত থেকে অদূরে নেপালের একটি সাব মেট্রোপলিটন শহর। গত শনিবার নেপালের প্রধান বিরোধী দল সিপিএন-ইউএমএল বাসারুদ্দিন আনসারিকে তৃতীয় দফার স্থানীয় নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। যে ভোট হওয়ার কথা ১৮ সেপ্টেম্বর।

নেপালেও বিতর্কিত চরিত্র দাউদ ঘনিষ্ঠ আনসারি। সেখানে তার দুটি মেডিক্যাল কলেজ রয়েছে। একটি বীরগঞ্জে ও অন্যটি কাঠমান্ডুতে। মনে করা হয়, এই দুটি কলেজেই দাউদ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। পাশাপাশি আনসারির অবৈধ রোজগার নিয়েও নেপালের সংবাদমাধ্যমে চর্চার অন্ত নেই।

আনসারির ভোটে দাঁড়ানোর খবর পেয়েই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এই দুটি কলেজের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিয়েছেন। যে সিদ্ধান্তকে অনৈতিক বলে সরব সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান কেপি ওলি।

ঘটনা হল, আনসারির ভোটে দাঁড়ানোর খবরে নয়, ভারত তার সম্পর্কে নানা তথ্যপ্রমাণ নেপালের হাতে তুলে দিয়েছে। তাতে স্পষ্ট বলা রয়েছে যে বীরগঞ্জের মেডিক্যাল কলেজ দাউদের কাছ থেকে অনেক টাকা পেয়েছে। ফলে চাইলে নেপাল সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। এই চিঠি পাওয়ার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Dawood Ibrahim aide Basaruddhin Ansari is CPN-UML’s mayoral candidate in Nepal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X