For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ সমুদ্রের বাড়িতে থাকার অপরাধে মৃত্যুদণ্ড হতে পারে এই মার্কিন-তাই যুগলের!

এ এক আজব বৃত্তান্ত! এক মার্কিন বিটকয়েন ব্যবসায়ী এবং তাঁর বান্ধবী তাইল্যান্ড সরকারের রোষানলে পড়েছেন যার ফলে সে দেশের নিয়ম অনুযায়ী ওই যুগলের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

এ এক আজব বৃত্তান্ত! এক মার্কিন বিটকয়েন ব্যবসায়ী এবং তাঁর বান্ধবী তাইল্যান্ড সরকারের রোষানলে পড়েছেন যার ফলে সে দেশের নিয়ম অনুযায়ী ওই যুগলের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাঁদের দোষ? না, কোনও খুন-খারাপি বা চুরি-চামারি নয়; শুধুমাত্র একটি বাড়ি বানানো।

মাঝ সমুদ্রের বাড়িতে থাকার অপরাধে মৃত্যুদণ্ড হতে পারে এই মার্কিন-তাই যুগলের!

হ্যাঁ, বিষয়টি জটিল হয়ে উঠেছে কারণ কড এলোয়ারটোস্কি এবং তাঁর বান্ধবী নাদিয়া সুপ্রানি থেপডেট সম্প্রতি নিজেদের বাড়ি ছেড়ে দক্ষিণ-পশ্চিম তাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে ১২ মাইল দূরে সমুদ্রের মধ্যে একটি মাচার উপরে বাড়ি বানিয়ে তাতে বাস করছেন, সম্প্রতি সিএনএন-এর একটি প্রতিবেদনে জানা গিয়েছে।

তাইল্যান্ডের দাবি ক্ষুণ্ণ হয়েছে তাদের সার্বভৌমত্ব

তাইল্যান্ড সরকারের দাবি, কড-এর ভিসা বাতিল করার পড়ে তাঁর এই পদক্ষেপে তাইল্যান্ডের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে এবং দাবি করেছেন যে তাঁর বাড়ি সে-দেশের সার্বভৌমত্বের এক্তিয়ারের বাইরে। তাইল্যান্ডের অভিবাসন নীতি অনুযায়ী ওই যুগল আজীবন কারাদণ্ড, এমনকী মৃত্যুদণ্ডের মতো শাস্তিও পেতে পারেন যদিও তাই কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাঁরা নিশ্চিত নন যে ওই যুগল এখনও সে-দেশের স্থলে বা জলে রয়েছেন কী না এখনও, প্রতিবেদনটি জানিয়েছে।

কড ফেসবুকে জানিয়েছেন গত সপ্তাহে যে তিনি এবং নাদিয়া সুরক্ষিতই রয়েছেন তবে তাঁর পোস্ট দেখে মনে হয় তাঁরা এই মুহূর্তে সমুদ্রের মাঝে ওই বাড়িটিতে আর থাকেন না।

English summary
Couple could face death penalty for living in house mid sea threatening Thailand sovereignty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X