For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফ্রিকায় করোনা থাবা ক্রমশ জোরালো হচ্ছে! স্বাস্থ্য বিভাগের উদ্বেগ বাড়াল পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রথম থাবা যেদিন আফ্রিকার বুকে পড়েছিল , সেদিন থেকেই প্রবল আশঙ্কা বেড়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর । সাব সাহারান আফ্রিকায় করোনার থাবা প্রকট হতেই বেড়ে যায় সংকট। এমন পরিস্থিতিতে রীতিমতো জটিল হচ্ছে আফ্রিকার পরিস্থিতি।

আফ্রিকার পরিস্থিতি কেমন?

আফ্রিকার পরিস্থিতি কেমন?

ফেব্রুয়ারির মাঝামাঝি মিশরে দেখা গিয়েছিল প্রথম করোনা আক্রান্তের ঘটনা। এই উপমহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার। এখনও পর্যন্ত ৫০০ জনের মৃত্যুর খবর এসেছে। আর এতেই স্বাস্থ্য বিভাগ মনে করছে এটি কেবলমাত্র 'শুরু', এরপর আরও মর্মান্তিক অধ্যায় দেখতে হতে পারে বিশ্বকে।

আফ্রিকার পরিস্থিতি জল্পনা!

আফ্রিকার পরিস্থিতি জল্পনা!

শুধুমাত্র আফ্রিকার স্বাস্থ্যের অবস্থা বেহাল হবে , তা নয়, মনে করা হচ্ছে , করোনার জেরে আফ্রিকার আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটের দিকে যাবে। আর তাতেই বাড়ছে আতঙ্ক। এছাড়াও রয়েছে আরও একটি আশঙ্কা। যা অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত।

অনাহারের আশঙ্কা বাড়ছে!

অনাহারের আশঙ্কা বাড়ছে!

আফ্রিকার ওপর করোনা যেমন স্বাস্থ্যহানির আশঙ্কা যেমন দানা বাঁধছে, তেমনই বাড়ছে অনাহারে মত্যুর আশঙ্কা। শুধুমাত্র করোনার জেরে অসুস্থতা নয়, আফ্রিকায় যদি করোনা আক্রমণ প্রবল আকার ধারণ করে তাহলে বহু মানুষের অনাহারে মৃত্যুর আশঙ্কা রয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে।


English summary
Coronavirus update, 10,000 Cases and 500 Deaths in Africa, concerns Health official
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X