For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিষ দাঁত গভীর হচ্ছে মার্কিন মুলুকে! মৃতের সংখ্যা ইতালির পরেই

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনায় সেরে ওঠা মানুষের শতাংশ হঠাৎ করে কমতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা পরিসংখ্যান তাতে বলা হচ্ছে যে ১৪ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত হয়ে গিয়েছে মৃতের পরিসংখ্যান। সেখানে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমছে। এদিকে, মৃত্যু মিছিল অব্যাহত মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের দেশই আপাতত বিশ্বে তৃতীয় এমন দেশ যাদের করোনার দংশনে মৃতের সংখ্যা প্রবল পরিমাণে বাড়ছে।

 মার্কিন পরিসংখ্যান

মার্কিন পরিসংখ্যান

তথ্যের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৪,৮০৮ টি করোনায় আক্রান্তের সংখ্যা রয়েছে। যা আপাতত ইতালির পরেই। মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছুঁয়েছে ২২২ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭৫জনের। নতুন করে ১১,০৭৪ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন।

 ইতালির পরিসংখ্যান

ইতালির পরিসংখ্যান

ইতালির যেন মৃত্যুপুরী। মৃতের সংখ্যা কিছুতেই বাগ মানছে না সেদেশে। ৬৯,১৭৬ জন সেদেশে আক্রান্ত। নতুন করে ৫ হাজারেরও বেশি মানুষ সেদেশে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জন। আর পরিসংখ্যান বলছে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮২০ জনের। যা সংখ্যাটি আতঙ্ক তৈরির জন্য কিছু কম নয়।

 সুস্থ হওয়া মানুষের পরিসংখ্যান কী বলছে

সুস্থ হওয়া মানুষের পরিসংখ্যান কী বলছে

মার্কিন মুলুক বাদ দিলে প্রায় সব দেশেই সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ইতিবাচক দিকে যাচ্ছে। ইতালিতে সেরে উঠেছেন ৮,৩২৬ জন। স্পেনে ৩,৭৯৪ জন, আর জার্মানিতে ৩,২৯০ জন সেরে উঠেছেন। তবে মার্কিন মুলুকে মাত্র ৩৭৮ জন মানুষ করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন।

English summary
Coronavirus outbreak, USA with over 50 thousand confirmed cases is the third most worstly hit Country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X