For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাভাইরাস: ক্রিকেট বলে থুতু না লাগানোর পরামর্শ ভারতীয় বোর্ডের

করোনাভাইরাস ইস্যুতে এই পরামর্শ দিচ্ছে বোর্ড। আজ স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ সামনে রেখে এই পরামর্শ।

  • By Bbc Bengali

ভারতের ক্রিকেট বোর্ড-বিসিসিআই দেশটির ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে। করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে এই পরামর্শ দেয়া হচ্ছে।

আজ স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ সামনে রেখে এই পরামর্শ এলো।

মূলত বোলিং করার আগে পেস বোলাররা বল চকচকে করানোর জন্য থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন যেটা বলের সুইংয়ে সাহায্য করে থাকে।

ভারতের ক্রিকেট দলের পেস বোলার ভুবনেশ্বর কুমার বলছেন, "ক্রিকেট বলে মার খেলে হবে বোলারের দোষ, কিন্তু বলে যদি থুতু দিয়ে চকচকে না করা যায় সেক্ষেত্রে এটা হতেই পারে।"

তবে ভুবনেশ্বর কুমার বলেছেন, ভারতের ক্রিকেট দলের চিকিৎসকরা শেষ পর্যন্ত যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সিরিজ শুরু হবার আগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুবনেশ্বর কুমার।

অবশ্য বলে থুতু দেয়া যাবে কি যাবে না সেনিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনো বোর্ড থেকে।

করোনাভাইরাস নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সকল ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ, রাজ্য সংস্থাগুলোর জন্য একটি বিবৃতি দিয়েছে।

যদিও এখানে মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যা পরামর্শ দেয়া আছে সেগুলোই বলা হয়েছে।

যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রিকেটারদের হাত মেলানো এড়িয়ে যাওয়া এবং অপরিচিত ফোন দিয়ে সেলফি তোলা।

যেহেতু ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা আছে ও ভক্তরা ক্রিকেটারদের সংস্পর্শে আসতে চায়, সেক্ষেত্রে এটা নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বোর্ড।

ওদিকে সিডনিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, "আমরা এখনই এটা নিয়ে আলাদাভাবে কথা বলিনি, আমাদের এখানে করোনাভাইরাস নিয়ে কাজ করছেন অনেকে। সেখানে যা আলোচনা হবে সেটাই আমরা করবো।"

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

করোনাভাইরাস গাইড: আপনার প্রশ্নের উত্তর

করোনাভাইরাস থেকে নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

যে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে করোনাভাইরাস

Banner
BBC
Banner

ক্রীড়াঙ্গণে করোনাভাইরাসের প্রভাব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেই ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচটিতে দর্শক ছিল না গত রাতে, তবে প্যারিসে পিএসজির ২-০ গোলে জয়ের পর প্রচুর মানুষ পার্ক দে প্রিন্সেসে জড়ো হয়ে উল্লাস করে।

ইতালিয়ান ক্লাব য়ুভেন্তাসের ফুটবলার ডেনিয়েল রুগানির করোনাভাইরাস হয়েছে বলে নিশ্চিত করা গেছে।

আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, রেঞ্জার্সের ইউরোপা লিগের ম্যাচগুলো দর্শক ছাড়াই আয়োজিত হবে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশার বলছেন, এবার যদি মৌসুমের সব ম্যাচ না হয় তবে সেটাও বোধগম্য হবে।

স্প্যানিশ ফুটবল লিগের সকল খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া খেলা হবে বলে মঙ্গলবার জানা গেছে।

২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে।

করোনাভাইরাসের কারণে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে খালি মাঠে।

English summary
Coronavirus: Indian board advises not to spit on ball
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X