For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে মৃত্যু, ছাপিয়ে গেল দুদশক আগেকার 'সার্স'কেও

করোনা ভাইরাসে মৃত্যু, ছাপিয়ে গেল দুদশক আগেকার 'সার্স'কেও

  • |
Google Oneindia Bengali News

চিনে নোবেল করোনা ভাইরাসে মৃত্যু ছাপিয়ে গেল প্রায় দুদশক আগেকার সার্সকেও। শুক্রবার রাতে চিন প্রশাসনের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ৭২২ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের আক্রমণে। দুদশক আগে চিনের মূলভূখণ্ড এবং হংকং-এ সার্স-এর সংক্রমণে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

আরও ৮৬ জনের মৃত্যু

আরও ৮৬ জনের মৃত্যু

শুক্রবার আরও ৮৬ জনের মৃত্যু হয় করোনা ভাইরাসের সংক্রমণে। চিনের ন্যাশনাল হেলথ কমিশন এমনটাই জানিয়েছে। সবথেকে বেশি আক্রান্ত হুবেই প্রদেশ। ডিসেম্বরে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। পাশাপাশি আরও নতুন করে ৩,৩৯৯ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৪,৫০০ জন।

২০০২-২০০৩ সালে সার্স-এ ৬৫০ জনের মৃত্যু

২০০২-২০০৩ সালে সার্স-এ ৬৫০ জনের মৃত্যু

করোনা ভাইরাস পরিবারভুক্ত সিভিয়ার অ্যাক্যুউট রেসপিরেটরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ২০০২-২০০৩ সালে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যু হয়েছিল। চিনের মূল ভূখণ্ড এবং হংকং-এ। পাশাপাশি বাকি বিশ্বে মৃত্যু হয়েছিল ১২০ জনের।

 হুবেই-এ লকডাউন

হুবেই-এ লকডাউন

নোবেল করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। হুবেই প্রদেশ এবং তার রাজধানী অবরুদ্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য চলছে লকডাউন। হুবেই প্রদেশে বাস করেন ৫.৬ কোটি মানুষ। বাকি প্রদেশগুলিতেও বাইরে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 চিকিৎসকের মৃত্যু

চিকিৎসকের মৃত্যু

শুক্রবার উহানে ৩৪ বছর বয়স্ক এক চিকিৎসকের মৃত্যু হয়। তিনিই প্রথম ডিসেম্বরে ভাইরাসের সংক্রমণ নিয়ে সরকারকে সতর্ক করে সরকারের ক্ষোভের মুখে পড়েছিলেন। এই মূহূর্তে ২৪টিরও বেশি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে চিনে না যেতে তাদের দেশবাসীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে চিনের যোগাযোগকারী বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

কড়া নিরাপত্তায় সপরিবারে ভোট দিলেন কেজরিওয়াল, মহিলা ভোটারদের দিলেন বিশেষ বার্তাকড়া নিরাপত্তায় সপরিবারে ভোট দিলেন কেজরিওয়াল, মহিলা ভোটারদের দিলেন বিশেষ বার্তা

English summary
Coronavirus death toll in China exceeds SARS outbreak on the mainland and Hong Kong. On fridays death toll in coronavirus exceeds 722.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X