For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAA-নিয়ে রাষ্ট্রপুঞ্জে নালিশ, আন্তর্জাতিক মঞ্চে সম্মানহানির মুখে ভারত

CAA-নিয়ে রাষ্ট্রপুঞ্জে নালিশ, আন্তর্জাতিক মঞ্চে সম্মানহানির মুখে ভারত

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক মঞ্চেও সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ পুড়ল ভারতের। মালয়েশিয়া ও তুরষ্ক সিএএ-র প্রতিবাদে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা কমিশনে। একে একে একাধিক দেশ মোদী সরকারে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে শুরু করেেছ। সিএএ নিয়ে দিল্লির হিংসা বিশেষ করে নজর টেনেছে আন্তর্জাতিক মহলের।

ভারতের বিরুদ্ধে নালিশ রাষ্ট্রপুঞ্জে

ভারতের বিরুদ্ধে নালিশ রাষ্ট্রপুঞ্জে

সিএএ-র প্রতিবাদে দিল্লির হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ। ইরানের রাষ্ট্রদূতএ এই নিয়ে টুইট করেছিলেন। যদিও তারপরই ইরানের দূতকে তলব করে বিদেশমন্ত্রক। কিন্তু কতজনেরকে নোটিস পাঠাবে মোদী সরকার। ইতিমধ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহথির মহম্মদ এবং তুরষ্কের প্রেসিডেন্ট এর্দোগানও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমশনে নালিশ করেছেন ভারতের বিরুদ্ধে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনও।

ইউরোপীয়ান ইউনিয়নেও বিরোধিতা

ইউরোপীয়ান ইউনিয়নেও বিরোধিতা

ইতিমধ্যেই সিএএ নিয়ে ইউরোপীয়ান ইউনিনেও বিরোিধতা শুরু হয়ে গিয়েছে। ইউরোপীয়ান ইউনিয়নের পার্লামেন্টে সিএএ-র বিরোধিতায় ৬০০ জনের স্বাক্ষর করা প্রস্তাবের খসড়া পেশ করা হয়েছে। পরের অধিবেশনে এই প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা। সিএএ-র বিরোধিতায় আমেরিকার সিটি কাউন্সিলেও প্রস্তাব পাস করা হয়েছে।

ভারতের সম্মানহানি

ভারতের সম্মানহানি

সিএএ-কে ভারত একেবারেই দেশের অভ্যন্তরীন বিষয় বলে দাবি করেছে। এতে দেশের নাগরিকদের কোনও ক্ষতি হবে না বলেই বার বার দাবি করা হয়েছে। কিন্তু ভারতের এই দাবি আন্তর্জাতিক মঞ্চে কতটা গ্রহণযোগ্য হবে সেটা সময় বলবে। তবে এতে যে মোদীর আন্তর্জাতিক জনপ্রিয়তায় বড় ধাক্কা আসবে সেটা বলাই বাহুল্য।

মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফেলতে কত কোটি টাকার খেলা হয়েছে! কংগ্রেসের একাধিক দাবি প্রকাশ্যে মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফেলতে কত কোটি টাকার খেলা হয়েছে! কংগ্রেসের একাধিক দাবি প্রকাশ্যে

English summary
complain in UN aginst CAA put India humiliated in global platform
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X