For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ বিশ্বকাপ: বাহারি ফুল, রকমারি আলোয় ঝলমলে চট্টগ্রাম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চট্টগ্রাম
চট্টগ্রাম, ১৩ মার্চ: আর কয়েকটা দিন। শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তার আগে থেকেই বাহারি ফুলে, রকমারি আলোকমালায় সেজে উঠেছে চট্টগ্রাম। ব্যবস্থা হয়েছে ফোয়ারার। এক ঝলকে দেখলে কোনও অচেনা বিদেশি শহর বলে মনে হবে!

এখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আটটি দল ১৫টি ম্যাচ খেলবে। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার দল পৌঁছে গিয়েছে। বাকিরাও চলে আসবে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামমুখী রাস্তার দু'ধারে লাগানো হয়েছে রংবাহারি ফুলের গাছ। কোনওটায় লাল, কোনওটায় হলুদ, কোনওটায় সাদা! স্টেডিয়াম চত্বরও সাজানো হয়েছে ফুলগাছ দিয়ে। স্টেডিয়ামে ঢোকার মুখে ব্যাট-বলের ঢাউস প্রতিকৃতি। ভিতরে ঢাউস জায়ান্ট স্ক্রিনটি মেরামত করে ফের চালু করা হয়েছে। পাশাপাশি, এম এ আজিজ স্টেডিয়ামও সেজে উঠেছে একইভাবে। এখানে একটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে।

মহানগরের জিইসি এবং ওয়াসা চত্বরে ফের চালু করা হয়েছে ফোয়ারা। রাতে তাতে আলো পড়লে মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে। ক্রিকেটাররা যে হোটেলগুলিতে থাকবেন, সেখানে আলোকসজ্জা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি অফিস, গুরুত্বপূর্ণ ভবনগুলি সাজানো হয়েছে আলো দিয়ে।

এখন থেকেই বিভিন্ন রাস্তায় শুরু হয়ে গিয়েছে যান নিয়ন্ত্রণ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে পর্যায়ের নিরাপত্তা পান, তা দেওয়া হবে বিদেশি ক্রিকেটারদের। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। শহরের রাস্তায় টহল দিচ্ছে অতিরিক্ত পুলিশবাহিনী।

English summary
Chittagong is ready for T-20 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X