For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলে-বেগুনে জ্বলে উঠল চিন! আমেরিকায় দূতাবাস বন্ধের নির্দেশ হজম করতে পারছে না বেজিং

Google Oneindia Bengali News

বাণিজ্য থেকে শুরু করে ৫জি নেটওয়ার্ক, সীমান্ত বিতর্ক ও করোনা নিয়ে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল৷ আর এরই মাঝে ৭২ ঘণ্টার মধ্যে বেজিংকে হিউস্টনে চিনের দূতাবাস বন্ধ করার নির্দেশ দিল আমেরিকা৷ এদিকে আমেরিকার এই নির্দেশের পরেই চিন খেপেছে ওয়াশিংটনের উপর। তাদের বক্তব্য, আমেরিকা অযথা পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে। পাশাপাশি চিন আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে।

আমেরিকা-চিন দন্দ্বের জের

আমেরিকা-চিন দন্দ্বের জের

এদিকে দূতাবাস বন্ধের এই নির্দেশে এর বিষয়ে সংশ্লিষ্ট মহলের মত, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতিসম্পন্ন দেশের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে তাই প্রকট হচ্ছে অ্যামেরিকার এই নির্দেশে৷ আমেরিকার এই নির্দেশের পিছনে গতকালের একটি ঘটনাকে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে৷ গতকাল হিউস্টনে চিনের দূতাবাসের ভিতর থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়৷ যা স্থানীয়দের নজরে আসে৷ তারা দমকলকে খবর দেয়৷

কী কারণে চিনে দূতাবাস বন্ধের নির্দেশ

কী কারণে চিনে দূতাবাস বন্ধের নির্দেশ

স্থানীয় সংবাদমাধ্যমও ঘটনাস্থানে পৌঁছে যায়৷ ওই স্থানীয় সংবাদমাধ্যমগুলির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়৷ যেখানে দেখা যায়, চিনের দূতাবাসের ভিতরেই পোড়ানো হচ্ছে বেশি কিছু নথি৷ আর সেই আগুন নেভাতে দূতাবাসের ভিতের প্রবেশের চেষ্টা করছে হিউস্টন পুলিশ ও দমকল কর্মীরা৷ পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে৷ হিউস্টনের স্থানীয় এক সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'কাগজ পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছিল৷ সমস্ত দমকল কর্মীরা দূতাবাসকে ঘিরে রেখেছিলেন৷ কিন্তু, তাঁরা ভিতরে প্রবেশ করতে পারছিলেন না৷'

৭২ ঘণ্টার আল্টিমেটামে চটেছে বেজিং

৭২ ঘণ্টার আল্টিমেটামে চটেছে বেজিং

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই আমেরিকার তরফে বেজিংকে হিউস্টনে ওই দূতাবাস শুক্রবার বিকেল ৪টের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়৷ এই বিষয়কে কেন্দ্র করে চিনের বক্তব্য, আমেরিকার এই সিদ্ধান্ত একতরফা৷ তাই ট্রাম্পের প্রশাসন যদি এই ভ্রান্ত সিদ্ধান্তের প্রত্যাহার না করে তাহলে আমেরিকার এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে বেজিংও দৃঢ় পদক্ষেপ করবে৷

চিনকে তোপ আমেরিকার

চিনকে তোপ আমেরিকার

প্রসঙ্গত, গতকালই আমেরিকার বিচারবিভাগের তরফে করোনা ভাইরাসের গবেষণা সংক্রান্ত-সহ একাধিক তথ্য চুরি বা চুরির চেষ্টার অভিযোগে দুই চাইনিজ হ্যাকারকে অভিযুক্ত করা হয়৷ বলা হয়, তারা বেজিংয়ের জন্য এই কাজ করছিল৷ এই বিষয়কে কেন্দ্র করে চিনের তরফে একটি বিবৃতিতে বলা হয়, 'অনুপ্রবেশ ও হস্তক্ষেপ করা চিনের বিদেশ নীতির জিন বা ঐতিহ্য নয়৷'

<strong>কাশ্মীরে জঙ্গি আস্তানায় হানা দিয়ে বড়সড় হামলার ছক ভেস্তে দিল সেনা, উদ্ধার চিনা অস্ত্রের ভাণ্ডার!</strong>কাশ্মীরে জঙ্গি আস্তানায় হানা দিয়ে বড়সড় হামলার ছক ভেস্তে দিল সেনা, উদ্ধার চিনা অস্ত্রের ভাণ্ডার!

English summary
China said that they will take necessary steps regarding US order to shut down huston embassy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X