For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে চিনের রাস্তায় নামছে ব্রিজের মতো উঁচু বাস

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

হলিউড চলচ্চিত্রে উড়ন্ত নানা ধরনের গাড়ি দেখতে আমরা অভ্যস্ত। ঠিক সেরকম না হলেও কাছাকাছি একধরনের বাসের মডেল পরিকল্পনা করেছে চিন। এই বাস রাস্তায় নামলে ট্রাফিক জ্যাম অনেক কম হবে আবার যাত্রীরা নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় 'মুভি স্ক্রিন' তৈরি করল চিনা কোম্পানি!

চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের

গত ২২ মে চিনের বেজিংয়ে ১৯তম আন্তর্জাতিক হাই-টেক এক্সপোতে এমন এক ধরনের বাসের মডেল দেখানো হয়েছে। এমন বাস রাস্তায় নামলে তা যেমন রাস্তার দখল নেবে না, তেমনই যাত্রীদেরও পেটে পুরে গন্তব্যে যাত্রা করতে পারবে।

ট্রাফিক থেকে বাঁচতে চিনের রাস্তায় নামছে ব্রিজের মতো বাস

এটি দেখতে অনেকটা দ্বিতল বাসের মতো। এর নিচের অংশ ফাঁকা থাকবে। নিচ দিয়ে অন্য গাড়ি যথারীতি যেতে পারবে। উপরে অংশে বসবেন যাত্রীরা। অর্থাৎ রাস্তাকে দুভাবে ব্যবহার করা যাবে। ব্রিজের মতো করে যাত্রী নিয়ে বাস চলাচল করবে চিনের রাস্তায়।

৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!

এই ধরনের বাসে একসঙ্গে মোট ১২০০ যাত্রী যাত্রা করতে পারবেন। এতে ট্রাফিক ও সময় দুটোই রক্ষা পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই চিনের রাস্তায় দেখা যাবে এমন বাস।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট : চিনের প্রাচীরের এক-তৃতীয়াংশ নিশ্চিহ্ন

প্রসঙ্গত, চিন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ফলে চিনের রাস্তায় ট্রাফিক জ্যামও সারা বিশ্বের মধ্যে অন্যতম কুখ্যাত। এমন অদ্ভুত বাস চালু হলে তা সেই জ্যামকে অনেকটাই বাগে আনতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

English summary
China's Elevated Bus May Just Be the Niftiest Solution to Traffic Jams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X