For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কিলার মিসাইল' DF-17 -এর ভিডিও সামনে আনল লালচিন! আতঙ্কে বিশ্ব

'কিলার মিসাইল' DF-17 -এর ভিডিও সামনে আনল লালচিন! আতঙ্কে বিশ্ব

  • |
Google Oneindia Bengali News

চিনা পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠার 95তম বার্ষিকী উদযাপন করেছে কমিউনিস্ট চিন! আর এর মধ্যেই এয়ারক্র্যাফট কেরিয়ার কিলার মিসাইল DF-17-এর একটি বিধ্বংসী ভিডিও ফুটেজ সামনে এনেছে। প্রথমবারের জন্যে এই মিসাইলের ভিডিও সামনে এনেছে প্রতিবেশী এই দেশ। এই এয়ারক্রাফট কেরিয়ার কিলার হাইপারসনিক মিসাইল কোনও ভাবে ছাড়াহলে তা নাকি থামানো অসম্ভব। বলছেন সামরিক বিশ্লেষকরা। যা নতুন করে টেনশন বাড়িয়েছে সামরিক বিশ্লেষকদের মধ্যে।

প্রথবারের জন্যে এই ভিডিও প্রকাশ্যে এসেছে-

প্রথবারের জন্যে এই ভিডিও প্রকাশ্যে এসেছে-

তাইওয়ান ইস্যুতে চিন এবং আমেরিকার মধ্যে কার্যত একটা উত্তেজনা চলছে। আর এর মধ্যেই এই ভিডিও সামনে আনা হয়েছে। গ্লোবাল টাইমস জানাচ্ছে, এই মিসাইলের গতি এবং শক্তি শত্রু দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকেই ভেঙে দেবে। এমনকি তা কাজেও আসবে না বলে জানাচ্ছে সে দেশের সংবাদমাধ্যম। DF-17 মিসাইল 2500 কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষের মধ্যে আঘাত হানতে সক্ষম। এমনকি শব্দের চেয়েও দ্রুত গতিতে এই মিসাইল আঘাত হানতে পারে।

স্টেট চায়না সেন্ট্রাল টেলিভিশন ভিডিওটি প্রকাশ করেছে

স্টেট চায়না সেন্ট্রাল টেলিভিশন ভিডিওটি প্রকাশ করেছে

স্টেট চায়না সেন্ট্রাল টেলিভিশন একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে মাত্র ৮১ সেকেন্ডে চিনের সৈনিক তাঁদের ক্ষমতা তুলে ধরেছে। আর ভিডিওতে চিনা ফৌজকে কার্যত আনন্দে মেতে উঠতে দেখা যাচ্ছে । আজ ১লা অগস্ট চিনের সেনা দিবস। আর সেই লক্ষ্যেই চিনা ফৌজকে আনন্দ করতে দেখা যাচ্ছে। আর একেবারে ভিডিও'র শেষের একটি ফুটেজ তা কার্যত চমকে দিয়েছে বিশ্বকে। দেখা যাচ্ছে, একটি বিস্তৃত মরুভূমিতে একটি ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে DF-17 ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ার লঞ্চ দেখানো হয়েছে।

যে কোনও জাওয়াগা থেকে মিসাইল ছোঁড়া যায়

যে কোনও জাওয়াগা থেকে মিসাইল ছোঁড়া যায়

এর আগে গত ২০১৯ সালে ১লা অক্টোবরে বেজিং্যে হওয়া সেনা পারোডে এই মিসাইল সামনে নিয়ে আসা হয়েছিল। তবে এই প্রথম চিন DF-17 মিসাইলের লাইভ ফায়ার ড্রিলের ভিডিও প্রকাশ করেছে। চিনের সামরিক বিশ্লেষকরা জানাচ্ছে, রেগিস্তানে একটি জায়গা থেকে মিসাইল পরীক্ষা করা হয়েছে। এর জন্যে আলাদা করে কোনও প্রস্তুতির প্রয়োজন হিওয় না বলে দাবি। যে কোনও সময়ে যে কোনও জায়গা থেকে এই মিসাইল ছোঁড়া যায় বলেও জানানো হয়েছে।

পরমাণু ওভারহেড বহনে সক্ষম DF-17

পরমাণু ওভারহেড বহনে সক্ষম DF-17

চিনের তৈরি DF-17 বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী মিসাইল। আমেরিকার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রথমবারের জন্যে চিন এই মিসাইলের পরীক্ষার বিষটি সামনে এনেছে। মিসাইলটির ওজন ১৫০০০ কিলোগ্রাম। একেবারে ১১ মিটর পর্যন্ত এই মিসাইল লম্বা। এই মিসাইল পরমাণু ওভারহেড বহনেও সক্ষম। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও সমান দক্ষ এই মিসাইল। তবে পর্যবেক্ষকরা বলছেন, DF-17 মিসাইল দিয়ে পারমাণবিক হামলা চালাতে সম্পূর্ণ সক্ষম কমিউনিস্ট এই দেশ। যা অবশ্যই বিশ্বের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে বলে দাবি পর্যবেক্ষকদের।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বা তাঁর মেয়ে গোয়ার কোনও রেস্তোরাঁর মালিক নন, মন্তব্য দিল্লি হাইকোর্টের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বা তাঁর মেয়ে গোয়ার কোনও রেস্তোরাঁর মালিক নন, মন্তব্য দিল্লি হাইকোর্টের

প্রতীকী ছবি

English summary
China reveals killer missile DF-17 video for the first time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X