For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগালো বেজিং! কিন্তু কেন? বিস্তারিত আশ্চর্য করবেই

নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগালো বেজিং! কিন্তু কেন? বিস্তারিত আশ্চর্য করবেই

  • |
Google Oneindia Bengali News

মহাকাশ বিজ্ঞানে ব্যাপক ভাবে উন্নতি করছে চিন (China)। গত কয়েকমাস আগে কৃত্রিম সূর্য (Artificial sun) বানিয়ে গোটা বিশ্বকে চমকে দেয় কমিউনিস্ট এই দেশ। এবার আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম চাঁদ (Artificial Moon) বানিয়ে ফেলল বেজিং। কিন্তু কেন কৃত্রিম ওই চাঁদ বানানো হল? জানা যাচ্ছে চৌম্বকীয় শক্তিতে চলে এমন যান এবং যাতায়াত ব্যবস্থার আরও উন্নত করতেই নাকি এহেন কৃত্রিম চাঁদ তৈরি করা হয়েছে। এমনকি চাঁদে আগামিদিনে বসতি তৈরি করতেই নাকি এই Artificial Moon কাজে আসবে বলে দাবি বিজ্ঞানীদের। প্রকাশিত খবর বলছে, চিনের বিজ্ঞানীরা খুব ছোট ভাবে এই বিষয়টি ভেবেছে। এই বছরের শেষের দিকে একটি শক্তিশালী চৌম্বকীয় শক্তি ভ্যাকুউম চেম্বার বানানোর টার্গেট কমিউনিস্ট এই দেশের বিজ্ঞানীদের।

নকল এই চাঁদ মোটামুটি দুই ফুটের হবে

নকল এই চাঁদ মোটামুটি দুই ফুটের হবে

নকল এই চাঁদ মোটামুটি দুই ফুটের হবে। এর সঙ্গে চাঁদের ধুলোও নাকি তৈরি করা হয়েছে। এর ওজনও নাকি চাঁদে থাকা ধুলো এবং পাথরের যতটা ততটাই রাখা হয়েছে। চাঁদের মাধ্যকার্ষন পৃথিবীর তুলনায় ছয়ভাগের এক ভাগ। নয়া এই ডিজাইনের মধ্যে আর্টিফিশিয়াল গ্র্যাভিটির ফলে Levitation-দেখার জন্যে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের ব্যবহার করা হয়েছে। কোনও অংশে আস্ত একটা চাঁদের থেকে নাকি কম নয় চিনের বিজ্ঞানীদের তৈরি নকল এই চাঁদ।

ভুপৃষ্ঠ প্রথমবারের জন্যে বানানো হয়েছে পৃথিবীতে

ভুপৃষ্ঠ প্রথমবারের জন্যে বানানো হয়েছে পৃথিবীতে

চায়না বিশ্ববিদ্যালয় অফ মাইনিং এন্ড টেকনোলজির-Geotechnical ইঞ্জিনিয়ার Li Ruilin জানাচ্ছেন, এই ভ্যাকুউম চেম্বারকে পাথর এবং ধুলো ভরে দেওয়া হবে। যেমনটা চাঁদের ভূপৃষ্ঠে হয়। চাঁদের এই ভুপৃষ্ঠ প্রথমবারের জন্যে বানানো হয়েছে পৃথিবীতে। ছোট ভাবে তৈরি এই বিষয়টি যথেষ্ট কাজের হয়ে উঠেছে বলে দাবি বিজ্ঞানীদের। শুধু তাই নয়, যে লক্ষ্যে বানানো হয়েছিল তা সফল বলেও দাবি। চাঁদের মাধ্যকার্ষণ শক্তিকে লম্বা সময় পর্যন্ত ধরের রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। Li Ruilin জানাচ্ছেন, পুরো প্রক্রিয়া সফল হলে পরীক্ষামূলক ভাবে চাঁদে পাঠানো হবে। যেখানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ছয়ভাগের এক ভাগ রয়েছে।

মহাকাশচারী পাঠানো টার্গেট চিনের

মহাকাশচারী পাঠানো টার্গেট চিনের

চাঁদের মাটিতে মহাকাশচারী পাঠানোটাই মুল টার্গেট চিনের। আর তা ২০৩০ সালের মধ্যেই বাস্তব করতে চায় বেজিং। রাশিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে চাঁদে ঘাঁটি বানাতে চায় বেজিং। নতুন simulator চাঁদে পাঠিয়ে সেখানকার পিরিস্থিতি-পরিবেশ বিষয়ে আরও গবেষণা করতে চায় বেজিং। চাঁদে কোনও বায়ুমন্ডল নেই। সেখানকার তাপমান ভয়ঙ্কর গতিতে বদলে যায়। এই বিষয়ে আরও গবেষণা করতে চান বেজিংয়ের বিজ্ঞানীরা। আর সেই গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের তৈরি এই নকল চাঁদ কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য এর আগে নকল সূর্য বানিয়ে তাক লাগায় এই দেশ।

প্রতীকী ছবি

English summary
China makes artificial moon for research
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X