For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের লাদাখে আগ্রাসী মেজাজে লালফৌজ, বাড়ছে সেনা ছাউনির সংখ্যা! সিঁদুরে মেঘ দেখছে ভারত

ফের লাদাখে আগ্রাসী মেজাজে লালফৌজ, বাড়ছে সেনা ছাউনির সংখ্যা! সিঁদুরে মেঘ দেখছে ভারত

  • |
Google Oneindia Bengali News

উল্টেছে ক্যালেন্ডারের পাতা। অতিক্রান্ত হয়েছে ১৭ মাসেরও বেশি সময়। কিন্তু এখনও উদ্বেগ কমেনি লাদাখ সীমান্ত। মুখে আগ্রাসী নীতি থেকে পিছু হটার কথা বললেও বাস্তবের মাটিতে বারেবারেই উল্টো রাস্তায় হেঁটেছে বেজিং। এমতাবস্থায় ফের লাদাখ সীমান্তে নতুন করে আগ্রাসম বাড়াচ্ছে চিন। ফের লক্ষ্য করা যাচ্ছে লালফৌজের নিত্য-নতুন গতিবিধি।

ফের লাদাখ সীমান্তে সেনা মোয়াতেন বেজিংয়ের

ফের লাদাখ সীমান্তে সেনা মোয়াতেন বেজিংয়ের

সীমান্তে চিনের উদ্দেশ্য যে ভালো ঠেকছে না তা কয়েক সপ্তাহ ধরেই তাদের গতিবিধিতে স্পষ্ট। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর লালফৌজের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপও নিয়েছে গত কয়েকদিনে। এমনকী এর বিমানঘাঁটি উন্নত করার কাজও জোরকদমে শুরু করে দিয়েছে চিন। এদিকে এই এলাকাতেই গত ১৭ মাস আগে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ভারত-চিন। পরবর্তীতে একাধিক বৈঠকের পর বেরোয় সমাধান সূত্র। সেনা প্রত্যাহারে রাজি হয় দুই দেশই। কিন্তু বর্তমানে চিন কথার খেলাপি করছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

 সিঁদুরে মেঘ দেখছে ভারত

সিঁদুরে মেঘ দেখছে ভারত

এদিকে লাদাখ সীমান্তে নতুন করে সেনা মোতায়েনে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারত। সাম্প্রতিক নজরদারি এবং গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তার সেনাবাহিনীকে অন্তত আটটি ফ্রন্টে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব লাদাখের একাধক পয়েন্টে নিজেদের শক্তি বৃদ্ধি করতে নতুন উদ্যোমে মাঠে নেমেছে লালফৌজ।

 চিন্তা বাড়ছে ভারতীয় সেনার

চিন্তা বাড়ছে ভারতীয় সেনার

চিনা সৈন্যদের জন্য এই নবনির্মিত ঘাঁটিগুলি মূলত তৈরি করা হয়েছে উত্তরের কারাকোরাম পাসের কাছে ওয়াহাব জিলগা থেকে পিউ, হট স্প্রিং, চাং লা, তাশিগং, মাঞ্জা এবং চুরুপ পর্যন্ত। এদিকে গত বছর সীমান্ত বিরোধ শুরু হওয়ার পর চিন এলএসি বরাবর তার সৈন্য সংখ্যা অনেকটাই বাড়িয়েছে। নতুন করে তৈরি হয়েছে প্রচুর সেনা ছাউনি। এমনকী তৈরি হয়েছে প্রচুর সেনা ছাউনিও। এদিকে নয়া সামরিক ঘাঁটিগুলিতে থরে থরে সাজানো রয়েছে কামান, ট্যাংক এবং অত্যাধুনিক মিসাইল। আর এখানেই কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে ভারতীয় সেনার।

 নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও

নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও

প্রসঙ্গত উল্লেখ্য, চিনের আগ্রাসী নীতির মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে গত কয়েকমাস ধরে লাগাতার সুর চড়িয়ে চলেছে ভারত। এমবকী আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে জোট বেঁধে তৈরি হয়ে কোয়াড গোষ্ঠী। সীমান্তে চিনা আগ্রাসন ঠেকাতে পরামর্শ নেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এমতাবস্থায় নতুন গতিবিধির পর জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Again in Ladakh, China is in an aggressive mood, the number of troops is increasing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X