For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের এক বছরের মধ্যেই নিতে হবে সন্তান, নতুন নিয়ম জাির হচ্ছে চিনে

বিয়ের এক বছরের মধ্যেই নিতে হবে সন্তান, নতুন নিয়ম জাির হচ্ছে চিনে

Google Oneindia Bengali News

বিয়ের এক বছরের মধ্যে নিতে হবে সন্তান। নব্যবিবাহিতদের কাছে ফোন আসছে সরকারের পক্ষ থেকে। জিনপিং নতুন করে কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই এই নতুন নীতি কার্যকর হয়েছে চিনে। এবার জনসংখ্যা বাড়ানোর বিষয়ে উদ্যোগী হয়েছে চিনের জিনপিং সরকার।

বিয়ের এক বছরের মধ্যেই নিতে হবে সন্তান, নতুন নিয়ম জাির হচ্ছে চিনে

এতোদিন কঠোরভাবে জন্মনিয়ন্ত্রণের কর্মসূচি চালিয়েছে জিনপিং সরকার। এক মাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণেই এই উদ্যোগ নিয়েছিল জিনপিং সরকার। সেকারনে একটির বেশি সন্তান নেওয়ার স্বাধীনতা চিনের নাগরিকদের ছিল না। তাতে জনসংখ্যা একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার তাই জনসংখ্যা বাড়াতে তৎপর হয়েছে জিনপিং সরকার। দ্রুত সেটা কার্যকর করার নির্দেশ দিয়েছেন আধিকারীকদের।

সূত্রের খবর জিনপিং সরকার দ্রুত জনসংখ্যা বাড়াতে নতুন নীতি নিয়েছে। চিনে নব্য বিবাহিত দম্পতিদের কাছে ঘন ঘন ফোন আসতে শুরু করেছে। তাঁদের এক বছরের মধ্যে সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করছে জিনপিং সরকার জানা গিয়েছে এই প্রকল্পে প্রতি তিন মাস অন্তর এই ফোন আসছে নব্যবিবািহত দম্পতিদের কাছে। অবিলম্বে তাঁদের সন্তান নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। স্থানীয় পুরস্বাস্থ্য কেন্দ্রের আধিকারীকদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই চিনের একাধিক প্রদেশে এই ধরনের ফোন পেতে শুরু করেছেন নব্য বিবাহিত দম্পতিরা। জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৮০ সাল থেকে জন্মনিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল। ২০১৫ সাল পর্যন্ত এই নীতিতে চলেছে চিন। গোটা বিশ্বে চিনের এই নীতি প্রশংসা কুড়িয়েছে। কিন্তু গত কয়েক বছরে এই জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে এতটাই সুফল পেয়েছে চিন জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে। সেকারণে এবার দ্রুত জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চিন সরকার। কারণ চিনের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে।

করোনা মোকাবিলায় িজনপিং সরকারের জিরো কোভিড পলিসি বিপুল সাফল্য পেয়েছে। চিনে করোনা সংক্রমণ একেবারে নেই বললেই চলে। গত ২ বছর ধরে করোনা মহামারী এই চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তার মাশুল দিয়েছে গোটা বিশ্ব। এই নিয়ে চিনকে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়তে হয়েছিল।

আমিনিকে শ্রদ্ধা জানাতে ইরানের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষআমিনিকে শ্রদ্ধা জানাতে ইরানের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ

English summary
China government want to have babies within one year of Marriage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X