বাবার জীবন বাঁচাতে সারাদিন ধরে খাচ্ছে চিনের এই ১১-বছরের বালক; ব্যাপারটা কী?
পরিজনদের বাঁচাতে মানুষ কী না করে! কিন্তু চিনের হেনান প্রদেশের একটি ১১ বছরের বালক তার অসুস্থ পিতাকে বাঁচাতে যা করছে, তা সবাইকে তাকে লাগিয়ে দিয়েছে। চিনের 'শাংহাইস্ট' ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুযায়ী, লু নাম পরিচিত ওই ছেলেটির বাবা লিউকেমিয়াতে আক্রান্ত আর সেই কারণে তাঁর প্রয়োজন 'বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট'-এর চিকিৎসা। এই শুনে লু নিজেই এগিয়ে এসেছে তার বাবাকে বাঁচাতে। সে ঠিক করেছে সেই তার বাবাকে 'বোন ম্যারো' দান করবে কিন্তু তার জন্যে তার নিজের ওজন কমপক্ষে ৫০ কিলোগ্রাম হতে হবে। লু সেই লক্ষ্যেই এখন মরিয়া হয়ে এগোচ্ছে, দিনে পাঁচবার খাচ্ছে যাতে তার ওজন বাড়ে হু হু করে।

কয়েকমাসে লু তার ওজন বেশ অনেকটা বাড়িয়ে নিতেও পেরেছে। গত মার্চ মাসে যেখানে তার ওজন ছিল ৩০ কিলো, এখন তাই দাঁড়িয়েছে ৪৮ কিলোতে, জানিয়েছে শাংহাইস্ট-এর প্রতিবেদনটি।
'এত খেয়ে রাতে ভালো করে ঘুমোতে পারি না'
এই মহৎ কর্মে লু-এর যে কষ্ট হচ্ছে না, তা নয়। "মাঝে মাঝে অতিরিক্ত খাওয়ার ফলে আমি রাতে ভালো করে ঘুমোতে পারি না। কিন্তু বাবাকে বাঁচাতে আমাকে এটা করতেই হবে," সাংবাদিকদের জানিয়েছে সে।
লু-র বাবার চিকিৎসার জন্যে তাদের পরিবার এখন কঠিন দেনাগ্রস্ত। বোন ম্যারো ট্রান্সপোর্ট-এর জন্যে লক্ষ ইউয়ান খরচ হবে তাদের। নানা জায়গা থেকে অনুদান পাওয়ার চেষ্টা করে চলেছে লু-এর পরিবার।