For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী.....’ জি২০ সম্মেলন থেকে টুইট করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

‘ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী.....’ জি২০ সম্মেলন থেকে টুইট করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Google Oneindia Bengali News

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে ধন্যবাদ জানান। সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে বিশ্বব্যাপী ট্রাডিশনাল মেডিসিনের কেন্দ্র স্থাপনের প্রতিজ্ঞা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের সঙ্গে এই বিষয়ে চুক্তিও হয়েছে। এই প্রসঙ্গে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান হুয়ের প্রধান। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জি২০ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন।

প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালেন হু প্রধান

প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালেন হু প্রধান

প্রধানমন্ত্রীকে সম্বোধন করে টুইটে টেড্রোস আধানম ঘেব্রেইসাস লেখেন, ভারত সরকার হুয়ের সঙ্গে ট্রাজিশনাল মেডিশিন বা সনাতনী পথ্যের জন্য গ্লোবাল সেন্টার স্থাপনের একটি চুক্তি করেছে। গ্লোবাল সেন্টারের লক্ষ্য হল, উন্নত প্রযুক্তির সাহায্যে ট্রাডিশনাল মেডিসিনগুলো দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই হু ও ভারত সরকার এই চুক্তি করেছে। টুইটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি টেড্রোস দুজনের একটি ছবিও টুইটারে প্রকাশ করেন।

ভারত সরকারের সঙ্গে হুয়ের চুক্তি

ভারত সরকারের সঙ্গে হুয়ের চুক্তি

চলতি বছরের শুরুর দিকে সনাতনী পথ্য তৈরির ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু একটি চুক্তি করেন। সনাতনী পথ্যের জন্য হু গ্লোবাল সেন্টার স্থাপন করবে। চুক্তি অনুসারে সেখানে ভারত ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই কেন্দ্রের প্রধান লক্ষ্য হল আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এই সনাতনী পথ্যকে বিশ্বের বিভিন্ন কোনায় ছড়িয়ে দেওয়া। হুয়ের তরফে জানানো হয়েছে, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ এই সনাতনী ওষুধ ব্যবহার করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, হুয়ের অধীনে থাকা ১৯৪টি দেশের মধ্যে ১৭০টি দেশে এই সনাতনী ওষুধ ব্যবহারের রিপোর্ট পাওয়া গিয়েছে।

ট্রাডিশনাল মেডিসিন বা সনাতনী পথ্য কী

ট্রাডিশনাল মেডিসিন বা সনাতনী পথ্য কী

প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে সনাতনী চিকিৎসা বলা হয়। এই চিকিৎসায় যে ওষুধ ব্যবহার করা হয় তাকে ট্রাডিশনাল মেডিসিন বা সনাতনী পথ্য বলে। মূলত উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে সনাতনী পথ্য তৈরি করা হয়। সনাতনী চিকিৎসার মধ্যে খাদ্যাভাস, ব্যায়াম, ভেষজ পথ্য ব্যবহার করা হয়। অতি প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি। চিন, ভারত সহ এশিয়ার দেশগুলোতে সনাতনী চিকিৎসা দেখতে পাওয়া যায়। গত কয়েক দশক ধরে আফ্রিকায় এই সনাতনী চিকিৎসা পদ্ধতি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে চিকিৎস মহলের একাংশ এই সনাতনী পদ্ধতিতে চিকিৎসা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

করোনা মহামারী আর্থিক ব্যবস্থা ভেঙে দিয়েছে

করোনা মহামারী আর্থিক ব্যবস্থা ভেঙে দিয়েছে

জি২০ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হুয়ের প্রধান বলেন, করোনা মহামারীর জেরে বিশ্বে এক মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ট্রিলিয়নের বেশি মানুষ প্রভাবিত হয়। করোনা মহামারীর জেরে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা, শিল্প, পর্যটন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা মহামারী প্রমাণ করে, যখন স্বাস্থ্য বিপদের মুখে থাকে, তখন কিছুই সঠিকভাবে থাকে না।

আপনি ডায়াবেটিক! ট্রেন সফরে আর ছাঁদা বেঁধে নিয়ে যেতে হবে না খাবার, নতুন মেনুকার্ড নিয়ে হাজির IRCTCআপনি ডায়াবেটিক! ট্রেন সফরে আর ছাঁদা বেঁধে নিয়ে যেতে হবে না খাবার, নতুন মেনুকার্ড নিয়ে হাজির IRCTC

English summary
WHO Chief thanked Narendra Modi in G20 summit in Indonesia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X