For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ আজহারকে জঙ্গি তকমা থেকে বাঁচাতে গিয়ে চিন এখন নিরাপত্তা পরিষদে একঘরে

মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়াকে কৌশলে আটকে দিয়েছে চিন।

  • |
Google Oneindia Bengali News

মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়াকে কৌশলে আটকে দিয়েছে চিন। ভারতে জঙ্গি হামলার প্রেক্ষিতে বিভিন্ন দেশ সমবেতভাবে নিরাপত্তা পরিষদে জইশ জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার প্রস্তাব করে। চিন সেটা আটকে দিয়েছে। তবে ঘটনা হল, চিন একাজ করার পরে নিজেরাই নিরাপত্তা পরিষদে একঘরে হয়ে গিয়েছে। বাকী ১৪ জন স্থায়ী-অস্থায়ী সদস্য ভারতের পক্ষে, চিন একা বিপক্ষে।

মাসুদ আজহারকে শেষ অবধি জঙ্গি তকমা দিতে চিন বাধ্য থাকবে, এই নিয়ে অনেকেই আশাবাদী। কারণ চিনের ওপরে এখন আন্তর্জাতিক চাপ রয়েছে। গোটা নিরাপত্তা পরিষদ চিনের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই চিন পুরোপুরি বিরুদ্ধে না গিয়ে সময় চেয়ে নিয়েছে।

ভারত এখনই ধৈর্য হারাচ্ছে না। যতটা সময় প্রয়োজন ভারত দেবে। ভারত আশাবাদী মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করতেই হবে। চিন ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এদিকে ভারতের কাছে ১৪ দেশের সমর্থন রয়েছে।

ভারত জানিয়েছে, সন্ত্রাসবাদ একটা চ্যালেঞ্জ তা চিন ভালো করেই জানে। জঙ্গিরা পাকিস্তান থেকে নাশকতা করে সেটাও চিন জানে। পাকিস্তান বিশ্বকে ভুল বুঝিয়ে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। আমেরিকা ভারতের পাশে থেকে আশ্বাস দিয়েছে যে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে আমেরিকার কাছে আশঙ্কা প্রকাশ করেছে ভারত। আমেরিকা তা শুনেছে ও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আমেরিকা পাকিস্তানের কথা শুনছে না।

[আরও পড়ুন: আজ বিজেপির প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা! থাকতে পারে যেসব প্রার্থীদের নাম][আরও পড়ুন: আজ বিজেপির প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা! থাকতে পারে যেসব প্রার্থীদের নাম]

দাউদ ইব্রাহিম, সঈদ সালাউদ্দিনের মতো ভারতীয়রা পাকিস্তানে লুকিয়ে রয়েছে। ভারত তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণ পাকিস্তানকে দিয়েছে। পাকিস্তান যদি মনে করে ভারত তা যাচাই করতে পারবে না, তাহলে তা ভুল। ভারত আন্তর্জাতিক মঞ্চ থেকে যাচাই করে নেবে।

[আরও পড়ুন; 'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী][আরও পড়ুন; 'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী]

English summary
By putting hold on JeM Chief Masood Azhar, China actually put themselves in trouble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X