For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের রাজনীতিতে খেলা ঘোরাতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন! রইল কীভাবে?

ব্রিটেনের খেলা ঘোরাতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন! আজ বৃহস্পতিবার হঠাত করেই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন Liz Truss। আর এরপরেই নতুন করে ব্রিটেনে ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ব্রিটেনের খেলা ঘোরাতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন! আজ বৃহস্পতিবার হঠাত করেই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন Liz Truss। আর এরপরেই নতুন করে ব্রিটেনে ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে।

খেলা ঘোরাতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন!

সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই সে দেশে ভোট হতে পারে বলে খবর। যেখানে ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনকের নাম নতুন করে উঠে আসছে। কারণ শেষবার নির্বাচনে খুব অল্প ভোটেই ঋষিকে হারিয়ে Liz Truss ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। ফলে তাঁর নামই সামনে আসছে।

তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের লড়াই ফের একবার বরিশ জনসনকে দেখা যেতে পারে বলে দাবি সংবাদমাধ্যমের। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বরিশের একাধিক কার্যকলাপ প্রশ্নের মুখে পড়ে। এমনকি কার্যত সে দেশের প্রধানমন্ত্রী পদ জোর করেই সরিয়ে দেওয়া হয় বরিশকে। এবার ফের একবার ভোটের ময়দানে দেখা যেতে পারে তাঁকে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

দেশের কল্যাণ বরিশ ভোটের ময়দানে নামতে পারেন কারণ ইতিমধ্যে একাধিক বিষয়ে সরব হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাজ নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বরিশকে। সেখানে দাঁড়িয়ে তাঁর ভোটের লড়াইয়ে নামা শুধু সময়ের অপেক্ষা বলছেন বিশ্লেষকরা। বলে রাখা প্রয়োজন, এই ব্রিটেনের অর্থনীতি ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ক্রমশ বাড়ছে সে দেশে। এই অবস্থায় দেশের হাল ধরেন লিজ।

কিন্ত্য প্রথম দিন থেকেই একের পর এক লিজের সিদ্ধান্ত বিতর্ক বাড়িয়েছে। এমনকি তাঁর দল কনজার্ভেটিভ পার্টির মধ্যেও লিজকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে এই মুহূর্তে ব্রিটেনে অর্থনীতি পরিস্থিতি ভালো নয়। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষের উপর বাড়ছে চাপ। দায়িত্ব নিতে পারেননি লিজ। আর ফলে ক্ষোভ বাড়ছিল।

আর এই সমস্ত বিষয় মাথায় রেখেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে লিজের পদত্যাগ বলে মনে করা হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে আসেন Liz। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং ইস্তফা দেওয়ার কথা জানান। আর এরপরেই রীতিমত ব্রিটেনের রাজনীতি হৈহৈ বেঁধে যায়।

বলে রাখা প্রয়োজন, ব্রিটেনের মসনদে মাত্র ৪৫ দিনের জন্যে বসেন Liz। সে দেশের ইতিহাসে সবথেকে কম সময়ের জন্যে প্রধানমন্ত্রীও তিনি। তবে প্রধানমন্রী পদে ফের একবার বরিশ ফিরলেও রাশ কি ধরতে পারবেন? সেদিকেই নজর সবার।

English summary
Boris Johnson may contest for PM post after Truss resigns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X