For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তলোয়ারে শিরশ্ছেদ! সৌদি আরবে ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ১০ দিনে ১২ জনের মত্যুদণ্ড কার্যকর,

Google Oneindia Bengali News

সৌদি আরব মাদক সংক্রান্ত অপরাধের জন্য গত ১০ দিনে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের মাদক সংক্রান্ত অভিযোগের জন্য প্রথমে বন্দি করা হয়েছিল। এর আগে চলতি বছর মার্চে ৮১ জনের মৃত্যুদণ্ড দিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিল।

তলোয়ারে শিরশ্ছেদ! সৌদি আরবে ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

একটি রিপোর্টে জানা গিয়েছে, সৌদি আরব অভিযুক্ত যে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তারমধ্যে তিন জন পাকিস্তানের নাগরিক, চার জন সিরিয়া, তিন জন সৌদি আরব ও দুই জন জর্ডানের নাগরিক রয়েছে। চলতি বছর ১৩২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২০ ও ২০২১ সালে সৌদি প্রশাসন মোট যতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার থেকে ২০২২ সালে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, সৌদি আরব চলতি বছরের শুধু মার্চ মাসেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি আরবের আধুনিক ইতিহাসে এই অল্প সময়ের জন্য এতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পরে সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমন বলেছিলেন, মৃত্যুদণ্ড কমানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। হত্যা ও নরহত্যার ক্ষেত্রে সৌদি প্রশাসন মৃত্যুদণ্ড কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স বলেছিলেন, কীভাবে মৃত্যুদণ্ডের সাজা কমানো যায়, সেই বিষয়ে প্রশাসনের তরফে আলোচনা চলছে। ২০২০ সালে মহম্মদ বিন সলমন পুনরায় সৌদি আরব মৃত্যুদণ্ডের সাজা কমানোর জন্য আইন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখান অহিংস অপরাধের ক্ষেত্রে নরম মনোভাব দেখানোর ইঙ্গিত সৌদি প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর অহিংস আইন পরিবর্তনের ক্ষেত্রে সৌদি প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখতে পাওয়া যায়নি।

মানবাধিকার সংস্থা রিপ্রিভের প্রধান মায়া ফোয়া বলেছেন, মহম্মদ বিন সলমন বার বার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। তিনি একাধিকবার জানিয়েছেন, মাদক সংক্রান্ত অপরাধের জন্য তিনি মৃত্যুদণ্ডের সাজা কমানোর পক্ষপাতী। কিন্তু সেই প্রতিশ্রুতি গত চার বছরে বাস্তবায়িত হয়নি। সম্প্রতি সৌদি আরব নৃশংসভাবে মাদক সংক্রান্ত অপরাধের জন্য ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। কয়েকজেনর তলোয়ারের সাহায্যে শিরশ্ছেদ করা হয়। তিনি জানিয়েছেন, চলতি বছর সৌদি প্রশাসন ১৩২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে পরিসংখ্যান জানিয়েছে। কিন্তু বাস্তবে এর থেকে অনেক বেশি সংখ্যক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গোপনে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে তিনি অভিযোগ করেছেন।

English summary
Saudi Arabia executes 12 people in 10 days, most of them foreigner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X