For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালয়েশিয়াতে গ্রেপ্তার বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশী নাইট’ এ অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও তার সহকারী।

  • By Bbc Bengali

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান 'বাংলাদেশী নাইট' এ অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও তার সহকারী।

ঐ দুইজনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কোন মামলা দায়ের হয়নি।

বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম।

হাই কমিশনার মি. ইসলাম বলেছেন, "পুলিশ সুনির্দিষ্ট অভিযোগে অনন্য মামুন নামে ঐ চলচ্চিত্র পরিচালককে গ্রেপ্তার করেছে।"

তারা শুনেছেন, ৫৭ জন মানুষকে অবৈধভাবে মালয়েশিয়াতে নিয়ে গেছেন এমন সন্দেহে ঐ পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:কঠোর নিরাপত্তায় আজ শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

একই বাড়ির ৪ মহিলা ধর্ষণ: মামলা নিতে পুলিশের 'গাফিলতি'

মি. ইসলাম বলেছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

তবে, গত তিনদিন সেখানে সরকারি ছুটির পর আজ থেকে কাজকর্ম শুরু হয়েছে।

সে কারণে আজ পরের দিকে এ বিষয়ে আরো জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশী পরিচালকের সঙ্গে ঐ অনুষ্ঠানের জন্য মালয়েশিয়াতে যাওয়া ৫৭ জনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার রাতে পুলিশ ঐ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ।

মি. ইসলাম জানিয়েছেন, মালয়েশিয়াতে বাংলাদেশ নাইটের মত সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কমই অনুষ্ঠিত হয়ে থাকে।

ফলে এ ধরণের অনুষ্ঠানে গিয়ে কেউ হুট করে গ্রেপ্তার হলে সেটা অস্বস্তির কারণ হয়।

English summary
Bangladeshi film director arrested in Malaysia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X