For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারে আসার পরই হাসিনার জন্য দুঃসংবাদ! প্রয়াত আওয়ামী লিগের মন্ত্রী আশরাফুল ইসলাম

সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি একসময়ে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ছিলেন, প্রয়াত হলেন ৬৭ বছর বয়সে।

  • |
Google Oneindia Bengali News

তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধের অন্য়তম চালিকাশক্তি। তাঁর সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি একসময়ে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ছিলেন, প্রয়াত হলেন ৬৭ বছর বয়সে। শেখ হাসিনার সরকারে তিনি জনপ্রশাসন মন্ত্রী ছিলেন।

সরকারে আসার পরই হাসিনার জন্য দুঃসংবাদ! প্রয়াত আওয়ামী লিগের মন্ত্রী আশরাফুল ইসলাম

কিশোরগঞ্জ-১ থেকে নির্বাচিত হন আশরাফুল। এর আগে তিনি আশরাফুল স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৫২ সালের ১ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলাম ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আশরাফুল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তি বাহিনীর একজন সদস্য হিসাবে কাজ করেছেন।

আওয়ামী লিগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের পর ২০০৯-২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে আশরাফুলের পিতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয়। তারপরে আশরাফুল ইংল্যান্ডে চলে যান। দীর্ঘ দুই দশক পরে বাংলাদেশে ফিরে তারপর থেকে নির্বাচনে দাঁড়িয়ে পরপর জেতেন ও মন্ত্রী হন।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আশরাফুল। বহুদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। শেষ অবধি থাইল্যান্ডে তাঁর প্রয়াণ হয়েছে। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

English summary
Bangladesh minister Syed Ashraful Islam dies in Bangkok
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X