For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায় ২৭ নভেম্বর

বহুল আলোচিত ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা সংক্রান্ত মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শেষ হয়।

Google Oneindia Bengali News

বহুল আলোচিত ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা সংক্রান্ত মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শেষ হয়। এরপর বিচারক রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। গতবছর ৬ নভেম্বর এই মামলায় দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়ে রবিবার শেষ হয়। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায় ২৭ নভেম্বর

২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার অভিযাত এলাকা গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এই সময় তাদের গুলিতে দুই পুলিশকর্মীও প্রাণ হারান। ১২ ঘণ্টা পরে বাংলাদেশ সেনাবাহিনীর 'অপারেশন থান্ডারবোল্টে' খতম হয় ওই জঙ্গিদের। প্রাণ হারান পাঁচ সেনাকর্মীও। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

সেই মামলার ভিত্তিতে গতবছরের ২৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর ২০১৮ সালের ৮ আগস্ট চার্জশিট গ্রহণ করে আদালত। পরে গত বছরের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই হামলার বিচার শুরু হয়।

অভিযুক্তদের মধ্যে ছয়জন জেলে এবং দুজন পলাতক রয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের অব্যাহতি দানের সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা। যার মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানে ও পাঁচজন হলি হামলার রাতে হলি আর্টিজানেই মারা যায়। পরে মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মামলা থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেয়া হয়েছে। যাকে ওই হামলার পর কমান্ডো অভিযান শেষে উদ্ধার হওয়া অন্যদের সঙ্গে বেরিয়ে আসতে দেখা যায়।

কালাপানি থেকে অবিলম্বে ভারতকে সৈন্য প্রত্যাহার করতে বললেন নেপালের প্রধানমন্ত্রী কালাপানি থেকে অবিলম্বে ভারতকে সৈন্য প্রত্যাহার করতে বললেন নেপালের প্রধানমন্ত্রী

English summary
bangladesh court to deliver verdict on case regarding holey artisan cafe terrorist attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X