For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে পালিত রবীন্দ্র জন্মজয়ন্তী, ওপার বাংলায় কাল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গুরুদেব
ঢাকাও কুষ্টিয়া, ৮ মে: নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে...।

আজ ২৫শে বৈশাখ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। বিশেষত গুরুদেবের স্মৃতিবিজড়িত শিলাইদহ, শাহজাদপুর, পতিসর এবং দক্ষিণডিহিতে সরকারি ব্যবস্থাপনায় পালিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ফি বছরের মতো এবারও জন্মজয়ন্তীর প্রধান অনুষ্ঠানটি পালিত হল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। বৃহস্পতিবার সকাল এগারোটায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত।

এদিন সন্ধে সাতটা থেকে শিল্পকলা আকাদেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে আরও তিনদিন। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকায় দু'দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ছায়ানট।

এদিন রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গুরুদেবের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী জানান, এই শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক, এটা সাধারণ মানুষের দাবি। এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন।

এবারও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ওপার বাংলার শিল্পীরাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠান উপলক্ষে গোটা কুঠিবাড়ি ফুল এবং আলো দিয়ে সাজানো হয়েছে।

প্রসঙ্গত, এপার বাংলায় বৃহস্পতিবার ২৫ বৈশাখ পালিত হলেও ওপার বাংলা অর্থাৎ কলকাতায় তা পালিত হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার। ওপার বাংলার পঞ্জিকা অনুযায়ী, এবার ২৫শে বৈশাখ পড়েছে ৯ মে। ওপার বাংলায় মূল অনুষ্ঠানটি হবে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তা ছাড়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও হবে অনুষ্ঠান।

দুই বাংলা ছাড়াও পৃথিবীর নানা দেশে পালিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। যেমন, এবার ইউরোপের দেশ স্লোভেনিয়াতে পালিত হচ্ছে গুরুদেবের জন্মজয়ন্তী। দেশের শিক্ষা মন্ত্রকের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। চলবে ১২ মে পর্যন্ত। তা ছাড়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আর্জেন্তিনা, জাপান ইত্যাদি দেশেও পালিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী।

English summary
Bangladesh celebrates Gurudev's birth anniversary with fanfare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X