For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেদের অস্ত্রে নিজেরাই কুপোকাত পাকিস্তান! গ্রেনেড হামলায় কেঁপে উঠল করাচি স্টক এক্সচেঞ্জ, মৃত ১০

Google Oneindia Bengali News

সাপ্তাহিক ছুটির পর সোমবার বিশ্বজুড়ে শেয়ার বাজারের লেনদেন শুরু হয়। পাকিস্তানের করাচিতেও সেরকম ভাবেই আজ শুরু হওয়ার কথা ছিল স্টক এক্সচেঞ্জের কাজ। তবে এদিন সকালেই জঙ্গিদের এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে করাচিতে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। জানা গিয়েছে ঘটনায় চার জঙ্গি সহ ১০ জন মারা গিয়েছে।

হামলায় যুক্ত ৪ জঙ্গি

হামলায় যুক্ত ৪ জঙ্গি

এই ঘটনার সঙ্গে অন্তত ৪ জঙ্গি বন্দুকধারী জঙ্গি যুক্ত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বিস্ফোরণের পরই পাক পুলিশের তৎপরতায় সেখানে চার জঙ্গিকে খতম করা হয় বলে জানাচ্ছে সেদেশের সংবাদমাধ্যম। তবে এখনও জঙ্গি স্টক এক্সচেঞ্জের ভিতরে লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সকালেই কেঁপে ওঠে করাচি

সকালেই কেঁপে ওঠে করাচি

জানা যায়, এদিন সকালে পাক স্ট এক্সচেঞ্জের মেন গেটে হামলা চালায় জঙ্গিরা। মূল প্রবেশদ্বারে জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এরপরই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপরই পুলিশের গুলিতে মারা যায় তিন জঙ্গি। স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে লুকিয়ে থাকা একজন বন্দুকধারীকে ধরতে অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা। পরে তাকেও খতম করা হয়। তবে আরও জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জঙ্গিদের নাম পরিচয় এখনও জানায়নি পাক কর্তৃপক্ষ

জঙ্গিদের নাম পরিচয় এখনও জানায়নি পাক কর্তৃপক্ষ

এদিকে জঙ্গিদের নাম পরিচয় এখনও জানায়নি পাক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংটি একটি হাই সিকিউরিটি জোনের অন্তর্গত। স্টক এক্সচেঞ্জ ছাড়াও সেই বিল্ডিংয়ে আরও অনেক প্রাইভেট ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে। সেখানে এরম হামলা কী করে কেউ করল তা ঠাওর করতে পারছে না পাক কর্তৃপক্ষ।

মোট মৃত ৬

মোট মৃত ৬

এদিকে এই ঘটনা প্রসঙ্গে করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেনন জানান, এখনও পর্যন্ত চারজন বন্দুকধারীকে আমরা খতম করেছি। ওরা একটি সিলভার রঙের টয়োটা করোলা গাড়িতে করে সেই স্থানে পৌঁছায়। তল্লাশি ও অভিযান এখনও জারি রয়েছে।

<strong>এবার পাক জঙ্গি মদতে নাম জড়াল নেপালের, হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রীরা! হাই অ্যলার্ট জারি বিহারে</strong>এবার পাক জঙ্গি মদতে নাম জড়াল নেপালের, হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রীরা! হাই অ্যলার্ট জারি বিহারে

English summary
Attack on Karachi Stock Exchange results in death of two and three gunmen shot at spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X