For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান দুর্ঘটনার ঘনঘটা গত ৩০ বছরে, উড়ান নিষিদ্ধ হবে হিমালয়ের কোলের দেশ নেপালে?

হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল। এখানে গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। ফলে নেপাল এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এখানকরা কর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও অভিযোগ বিস্তর।

  • |
Google Oneindia Bengali News

হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল। এখানে গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। ফলে নেপাল এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এখানকরা কর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও অভিযোগ বিস্তর। এই অবস্থায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন ২০১৩ সাল থেকে নেপালকে ফ্লাইট নিরাপত্তা বিষয়ে কালো তালিকায় রেখেছে। হিমালয়ের কোলের এই দেশ থেকে আকাশসীমায় সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করার প্রস্তাবও দিয়েছে তারা। তার কারণ নেপালে এর আগে একাধিক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

বিমান দুর্ঘটনার ঘনঘটা গত ৩০ বছরে, উড়ান নিষিদ্ধ হবে এবার

এর আগে ২০২২ সালের মে মাসে নেপালি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি বিমানে তাকা ২২ জনেরই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন ১৬ জন নেপালি এবং চার জন ভারতীয়। দু-জন জার্মানিও ছিলেন সেই বিমানে। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল বিমানটি। বিমানটি ভেঙে পড়ার সময়ই ২২ জনের মৃত্যু হয়েছিল।

২০১৮ সালের মার্চ মাসে ঘটেছিল আর একটি বিমান দুর্ঘটনা। নেপালের অন্যতম মারাত্মক দুর্ঘটনা বলা হয় কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া এই ঘটনাকে। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় ৫১ জন নিহত হন।

১৯৯২ সালে ঘটেছিল নেপালের সবথেক মারাত্মক বিমান দুর্ঘটনা। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে যাওয়ার সময় বিমানটি বেঙে পড়ে। এই দুর্ঘটনায় ১৬৭ জনের মৃত্যু হয়। আর মাত্র দু-মাস আগে কাঠমান্ডুর বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি বিমান ভেঙে পড়ে। তাতে মৃত্যু য় ১১৩ জনের।

এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে নেপালে। হিমালয়ের পাদদেশে এই রাষ্ট্রে হিমান দুর্ঘটনার সংখ্যা অন্য দেশের তুলনায় অনেক বেশি। আর পরিকাঠামোতেও রয়েছে বিস্তর গলদ। সেই কারণেই এই দেশে বিমান চালনার উপর নিষেধাজ্ঞা আনার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নেপাল যখন এই বদনাম ঘুচানোর চেষ্টা করছে, তখন আবার ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাত্র দু-মাস আগে উদ্বোধন হওয়া পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। রবিবার সকালে অবতরনের খানিক আগে নেপালের পোখরা বিমানবন্দরের অদূরে কাস্কি জেলায় ভেঙে পড়ে বিমানটি।

ইয়েতি এয়ারলাইন্সের ৯এন এএনসি এটিআর৭২ বিমানটি কাঠমাণ্ডু থেকে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল। এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কমল কেসি। ইয়েতি এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিমানটি পোখরা বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই সেটি নদীর তীরে বিধ্বস্ত হয়ে পড়ে।

English summary
Airlines service in Nepal is in question due to accident prone country near Himalaya Mountain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X