For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত মহাসাগরের নিচে খোঁজ মিলল মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর!

  • |
Google Oneindia Bengali News

সিডনি, ১৩ মার্চ : গতবছরের মার্চে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া যাত্রীবাহী মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর খোঁজ মিলল অবশেষে!

<strong>মালদ্বীপের কাছে ভেঙে পড়েছে নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০!</strong>মালদ্বীপের কাছে ভেঙে পড়েছে নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০!

এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো সূত্রে। বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূল থেকে হাজার কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে চার কিলোমিটার গভীরে বিমানের কিছু যন্ত্রাংশ উদ্ধার হয়েছে।

ভারত মহাসাগরের নিচে খোঁজ মিলল মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর!


গতবছর থেকেই অস্ট্রেলিয়ার উপকূল ধরে ভারতীয় মহাসাগরের প্রায় ১ লক্ষ ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। সম্প্রতি সেইরকম একটি তল্লাশি চালানো নৌকাই এই যন্ত্রাংশ গুলি খুঁজে পেয়েছে।

তবে যন্ত্রাংশগুলি আগে খতিয়ে দেখে তবেই এব্যাপারে জানানো হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর আধিকারিক পিটার ফোলি। তবে এই যন্ত্রাংশগুলি ওই বিমানের নাও হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চিনের বেজিংয়ের উদ্দেশ্যে ২৩৯ জন আরোহী নিয়ে রওনা দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মালয়েশীয় বিমান এমএইচ৩৭০।

বিমানটি উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে দক্ষিণ চিন সাগরের উপর থাকা অবস্থায় রাডারে আর ধরা যায়নি এই বিশাল বিমানটিকে। নিখোঁজ হওয়ার পর অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভারত মহাসাগরে বিরাট এলাকাজুড়ে ও সমুদ্রতলে প্রায় দুই হাজার মিটার গভীরে অনুসন্ধান চালানো হয় বিমানটির। কিন্তু তাও এর কোনও খোঁজ পাওয়া যায়নি।

English summary
Airlines MH370: search for missing aircraft uncovers shipwreck in Indian Ocean
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X