For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলোচনায় সমাধান খুঁজতে রাজি, দেশের স্বার্থ বিঘ্নিত করে নয়, বললেন পুতিন

আলোচনায় সমাধান খুঁজতে রাজী, দেশের স্বার্থ বিঘ্নিত করে নয়, বললেন পুতিন

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই আলোচনায় সমস্যা সমাধানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এবার সেই আহ্বানে সাড়া দিয়ে পুতিন জানালেন,
রাশিয়া কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত কিন্তু কোনওভাবেই তা দেশের স্বার্থ বিঘ্নিত করে নয়। পুতিন বলেছেন, সবচেয়ে জটিল সমস্যার কূটনৈতিক সমাধান খোঁজার জন্য আমাদের দেশ সবসময় প্রস্তুত৷ সরাসরি এবং সৎ আলোচনার জন্য রাশিয়ার দরজা সবসময় খোলা রয়েছে৷ রাশিয়ার সরকারী ছুটির দিন পিতৃভূমি দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় পুতিন এই কথা জানিয়েছেব৷

আলোচনায় সমাধান খুঁজতে রাজি, দেশের স্বার্থ বিঘ্নিত করে নয়, বললেন পুতিন

তবে আলোচনার ব্যাপারে হ্যাঁ বললেও পুতিন স্পষ্ট জানিয়ে রেখেছেন রাশিয়ার স্বার্থ বিঘ্নিত হতে পারে, কিংবা আমাদের নাগরিকদের নিরাপত্তায় কোনও রকম আঁচ আসতে পারে এরকম কোনও বিষয়ই আমাদের জন্য আলোচনাযোগ্য নয়। সোমবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া৷ যা একপ্রকার চিন্তায় ফেলেছে সারা বিশ্বের দেশগুলিকে৷ পশ্চিমের দেশগুলো এই বিষয়টিকে যুদ্ধ শুরুর প্রথম ধাপ হিসেবে দেখছে।

যদিও পুতিন বলেছেন, আমি মনে করি একটি দীর্ঘ সময়ের জন্য একটি স্থায়ী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ডোনেস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্যই৷ নিজের বক্তব্যে পুতিন ইউক্রেনের ইতিহাসের একটি বিকল্প সংস্করণও তুলে ধরেছেন যেখানে ইউক্রেনকে সবসময় রাশিয়ার একটি অংশ হিসেবে দেখানো হয়েছে। তবে এটা ছাড়াও ইউক্রেনের নিজস্ব হাজার বছরের ইতিহাস রয়েছে।আবার রাশিয়ার আইন প্রণেতারা পুতিনকে দেশের বাইরে সামরিক শক্তি ব্যবহার করার অনুমোদন দিয়ে তাঁর সঙ্গে থাকার বার্তা দিয়েছেন৷

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ন্যাটোর সতর্কতার পরেও পূর্ব ইউক্রেনে দুটি প্রদেশকে স্বাধীন ঘোষণস করেছেন পুতিন৷ এদিনের ভাষণে পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে অভিনন্দন জানান এবং বলেন যে তিনি তাদের পেশাদারিত্ব সম্পর্কে নিশ্চিত এবং তিনি আত্মবিশ্বাসী যে সেনাবাহিনী দেশের স্বার্থে দাঁড়াবে। এরপর প্রতিবেশীদের আরও অস্থির করতে পারে এমন ইঙ্গিত রেখেই রাশিয়ার রাষ্ট্রপতি সেদেশের সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন এবং বলেন যে রাশিয়া অত্যাধুনিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবে।

এদিন পুতিন বলেন, আমরা হাইপারসনিক সহ উন্নত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখব। একই সঙ্গে নতুন নীতির উপর নির্ভর করে উন্নত ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অস্ত্রসম্ভারকে আরও উন্নত ও আধুনিক করার চেষ্টা করব।

English summary
Russian President Vladimir Putin says that they are agreed to find a solution of Ukraine crisis in the talks but that must not harm the Interest of Russia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X