For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনের ২১ মাস পর হিমাদ্রি মজুমদার মামলায় চার্জ গঠন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ
চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি: প্রথমে ক্ষুধার্ত কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। কুকুরগুলো ছিঁড়েখুঁড়ে খাওয়ার পর পাঁচতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল হিমাদ্রি মজুমদারকে। পরে হাসপাতালে তার মৃত্যু ঘটে। ভয়াবহ সেই ঘটনার ২১ মাস পর অবশেষে চার্জ গঠন করা হল অভিযুক্তদের বিরুদ্ধে।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারক এস এম মুজিবুর রহমানের নির্দেশে চার্জ গঠন হয়েছে এই রোমহর্ষক মামলার। ১৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। যে পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তারা হল শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম শাওন এবং মেহবুব আলি খান ওরফে ড্যানি। মৃতের বাবা প্রবীর মজুমদার বলেছেন, চার্জ গঠন হওয়ায় তিনি খুশি। আশা, বিচারে ওরা সর্বোচ্চ সাজা পাবে।

কী হয়েছিল ২১ মাস আগে?

২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ এলাকার একটি ভবনে নিয়ে যাওয়া হয় হিমাদ্রিকে। প্রথমে বেধড়ক মারধর করা হয়। তার পর এই স্কুলপড়ুয়ার ওপর লেলিয়ে দেওয়া হয় হিংস্র ক্ষুধার্ত একপাল কুকুর। কুকুরগুলো তার মুখ, পেট থেকে মাংস ছিঁড়ে নেয়। রক্তাক্ত অবস্থায় প্রাণভিক্ষা চাইলেও অভিযুক্তরা তাকে ছাড়েনি। ধাক্কা মেরে পাঁচতলা বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় মানুষ তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। ২৩ মে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে হিমাদ্রি। এই ঘটনায় শিউরে উঠেছিল সারা দেশ। প্রসঙ্গত, ওই ঘটনায় শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন এখনও পর্যন্ত ধরা পড়েছে। বাকিরা পলাতক। এদিন পলাকত আসামিদের খুঁজে বের করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে আদালত।

অনেক আগে চার্জ গঠনের কথা থাকলেও নানা কারণে তা হয়নি। হিমাদ্রি মজুমদারের মামা অসিত দে সংবাদমাধ্যমকে বলেছেন, এবার ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

English summary
After 21 months, court starts proceeding of Himadri Majumder Murder Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X