For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তের নাটক করে পুলিশের গায়ে থুতু, ৮ মাসের কারাদণ্ডের সাজা ইংল্যান্ডের যুবকের

করোনা আক্রান্তের অভিনয় করায় ৮ মাসের কারাদণ্ড ইংল্যান্ডের যুবকের

  • |
Google Oneindia Bengali News

পুলিশি হেফাজতে থাকাকালীন করোনায় আক্রান্ত হওয়ার নাটক করে পুলিশের গায়ে থুতু দেওয়ার অভিযোগ। ফলস্বরূপ ৮ মাসের কারাদণ্ড হল ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত ২৩ বছরের তরুণের। সূত্রের খবর, পুলিশকে হেনস্থা, অশ্রাব্য ও অশালীন ভাষার প্রয়োগ এবং গাঁজা পরিবহনের অপরাধে গত শুক্রবার বিচারপতি অ্যালিস রবিনসন করণের সাজা ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য কি?

পুলিশের বক্তব্য কি?

প্রথম ধাপে চার মাসের কারাবাস হলেও পুলিশি জেরায় পুনরায় নিয়ম ভাঙার অপরাধে আরও চার মাস তা বর্ধিত হয়। মেট্রোপলিটন পুলিশের সুপারিনটেনডেন্ট ড্যান নৌলিশ জানিয়েছেন, "বর্তমান সময়ে যখন স্বাস্থ্যকর্মীরা আমাদের জন্য প্রাণপাত করে দিচ্ছেন, তখন ইনি কর্মীদের গায়ে থুতু দিয়ে এবং করোনা আক্রান্ত সেজে স্বাস্থ্য-কর্মীদের অপমান করেছেন। এনার যথাযোগ্য শাস্তি হওয়ারই ছিল।"

কি ঘটেছিল ১৪ই মার্চের রাতে

কি ঘটেছিল ১৪ই মার্চের রাতে

পুলিশ সূত্রে খবর, ১৪ই মার্চ পুলিশ করণকে গাড়ি সমেত আটক করে। যদিও সেই সময় তিনি গাড়ির যথাযথ কাগজ দেখাতে পারেননি। পাশাপাশি সেইসময় গাড়ি গাঁজারও গন্ধ পায় পুলিশ। এর পরেই করণকে আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১০ ব্যাগ গাঁজা। পরবর্তীতে করণ জেরায় তার দোষ স্বীকারও করেন। ফলত, ব্রিটেনের 'ড্রাগের অপব্যবহার আইন' অনুযায়ী করণকে দোষী সাব্যস্ত করে আদালত।

জেরা চলাকালীন উদ্ধত করণ

জেরা চলাকালীন উদ্ধত করণ

এরপরেই গাঁজা সহ ধরা পড়ার পরে করণকে দক্ষিণ লন্ডনের থানায় নিয়ে যাওয়া হলে সেখানে গারদে ঢুকতে অস্বীকার করেন তিনি। বলপূর্বক পুলিশ আধিকারিকরা করণকে গারদে ঢোকাতে চেষ্টা করলে বেশ কিছু পদস্থ কর্তাদের মুখে থুতু দিয়ে করণ নিজেকে 'করোনা আক্রান্ত' বলে দাবি করেন। সুরক্ষার খাতিরে সাংবাদিকরা গারদের বাইরে থেকেই সাক্ষাৎকার নেন করণের। পরে করণ শান্ত হয়ে নিজেকে করোনা মুক্ত বলে দাবি করলেও সুরক্ষার খাতিরে পুলিশ অফিসাররা করোনা পরীক্ষা করিয়েছেন। যদিও গোটা ঘটনার জেরে হতবাক প্রত্যেকেই।

English summary
a young man from england has been sentenced for 8 months in prison for acting as a corona paitent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X