For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাত্রী খুঁজতে শহরজুড়ে বিজ্ঞাপনের হোর্ডিং, সম্বন্ধ করে বিয়েতে নারাজ যুবক কিন্তু কেন

একী! নিজের বিয়ের বিজ্ঞাপন নিজেই দিচ্ছেন যুবক

  • |
Google Oneindia Bengali News

বিয়ের বিজ্ঞাপন তো প্রায় দেখা দেয়। কিন্তু একেমন বিজ্ঞাপন, যা দেকে নেটিজেনরা হেসেকুটিপাটি। কী লেখা আছে সেই বিজ্ঞাপনে! ২,০০০ এরও বেশি লোক একজন ব্যাচেলরের সাথে যোগাযোগ করেছেন। অবাক প্রায় সকলেই। বার্মিংহাম জুড়ে বিলবোর্ডে নিজেকে বিজ্ঞাপন দিয়েছিলেন এক যুবক। নাম মহম্মদ মালিক। বয়স ২৯ বছর। সম্বন্ধ করে বিয়েতে করতে নারাজ তিনি।

পাত্রী খুঁজতে শহরজুড়ে বিজ্ঞাপনের হোর্ডিং, সম্বন্ধ করে বিয়েতে নারাজ যুবক কিন্তু কেন


তার বাড়ি লন্ডনে। কিন্তু বার্মিংহামেও তাঁর বাড়ি রয়েছে । মহম্মদ পেশায় ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজের জন্য পাত্রী খুঁজলেও নিজের পছন্দ মতো মেয়ে তাঁর কপালে জুটছিল না ৷ আর তাই জন্য তার বাড়ি থেকেও বিয়ের জন্য দেখাশোনাও শুরু করে দেয় ৷ পরিবারের সদস্যদের ইচ্ছা মহম্মদ যেন তাড়াতাড়ি যেন বিয়ের পিড়িতে বসেন। কিন্তু কিছুতেই তিনি সম্বন্ধ করে বিয়ে করতে চান না তিনি। তিনি একেবারেই নাছোড়বান্দা। এর জন্য তৈরি করলেন একটি প্ল্যান। সবাইকে চমকে তিনি রাস্তায় রাস্তায় হোর্ডিংয়ের ব্যবস্থা করলেন তিনি ৷ যাতে লেখা, '' সেভ মি ফ্রম অ্যারেঞ্জ ম্যারেজ...’’ ৷ অর্থাৎ আমাকে সম্বন্ধ করে বিয়ে করা থেকে বাঁচান আপনারা ...!

মহম্মদের মালিকের কথায়, 'এখনও আমি আমার পছন্দ মতো পাত্রীর সন্ধান পাইনি। এটা খুব কঠিন একটা কাজ। নিজেকে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং আমার চাহিদাকে সবার সামনে আনতেই এই সিদ্ধান্ত।’

তিনি চান, পাত্রীকে কিন্তু অল্পবয়সী হতে হবে। বয়স হতে হবে ২০এর মধ্যে। তবে, হোর্ডিং টাঙানোর পর থেকেই কিন্তু তিনি ভালোভাবেই মেসেজ পাচ্ছেন তিনি ৷ এবার তাঁকে অনেকে বিয়ে করতে চেয়ে যোগাযোগ করছেন অনেকেই। তিনি জানান, সব ছবি তিনি এখনও দেখে উঠতে পারেননি। এই বিলবোর্ডর ছবিও এখন ভাইরাল ৷ বার্মিংহ্যাম এবং ম্যাঞ্চেস্টারে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে ওই বিলবোর্ডগুলি ৷ তার মধ্যেই জীবনসঙ্গিনীকে খুঁজে পাওয়ার আশায় রয়েছেন মহম্মদ মালিক ৷

মহম্মদ একজন সম্ভাব্য জীবন সঙ্গিনী নজর কাড়তে তিনি একটি ওয়েবসাইট 'Findmailkawife.com' স্থাপন করেন। তার অস্বাভাবিক প্রেমের অনুসন্ধানের খবর ছড়িয়ে পড়ার পর থেকে, ১,০০০ এরও বেশি ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে যোগাযোগ করেছে।

তিনি আরও জানান, ১,০০০ বা তার ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক ডিএমগুলিতে স্থাপিত হয়েছে। মহম্মদ, একজন উদ্ভাবন পরামর্শদাতা।

মহম্মম জানান, 'আমি সত্যিই সন্তুষ্ট, প্রতিক্রিয়ায় আমি অভিভূত। 'এখন অফিসিয়াল চ্যানেলে এক হাজারেরও বেশি প্রতিক্রিয়া পাওয়া গেছে যা ওয়েবসাইট কিন্তু তারপরে আরও বেশি প্রতিক্রিয়া, এমনকি ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া এবং এই জাতীয় জিনিসগুলির মাধ্যমে হাজারেরও বেশি প্রতিক্রিয়া। এটা একটা চমৎকার সারপ্রাইজ।' এবং স্যুটরদের মধ্যে যে কোনো মিটিং আগামী সপ্তাহে বাস্তব জীবনে সঞ্চালিত হবে।

তিনি আরও বলেন, 'হয়তো সপ্তাহ পরে, আমরা সেই মিটিংগুলি পেতে শুরু করব।' 'আমি কিন্তু সম্বন্ধ করে একেবারেই বিয়ে করতে রাজি নই। এটি বলা বেশ জিভ-ইন-চিক জিনিস। 'আমি মনে করি এটি কাউকে খুঁজে পাওয়ার ১০০ শতাংশ বৈধ উপায় কিন্তু আমি ভেবেছিলাম আমাকে প্রথমে অন্য কিছুতে ফাটল দিতে দিন।

English summary
a young man from bucking hum advertised his marriage himself he said he was reluctant to get married
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X