For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৪ বছরে গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন এক মার্কিন 'যুবক'

  • |
Google Oneindia Bengali News

ভার্জিনিয়া, ১০ মে : শুরু করেছিলেন সেই ৭৫ বছর আগে। সেইসময়ই হঠাৎ শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কারণ সালটা ছিল ১৯৩৯। তারপর নানা বাধায় আর স্নাতক হয়ে ওঠা হয়নি মাত্র ৯৪ বছর বয়সী অ্যান্টনি ব্রুট্টোর।

তবে এবার তিনি কলা বিভাগে স্নাতক হয়ে তবেই দম নিয়েছেন। তাঁর মুখে হাসি ফুটিয়ে এই মাসের ১৭ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি তুলে দেবে ব্রুট্টোর হাতে।

৯৪ বছরে গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন এক মার্কিন 'যুবক'


জানা গিয়েছে, স্নাতক হতে চেয়ে ১৯৩৯ সালে পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অ্যান্টনি ব্রুট্টো। তিনি ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল এডুকেশন ও ইন্ডাস্ট্রিয়াল আর্টস নিয়ে পড়তে থাকেন।

১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪২ সালে, যখন তাঁর পড়াশোনা প্রায় শেষের পথে, তখন বাধ্য হয়ে সেনাদলে যোগ দিতে চলে যান ব্রুট্টো। এর ফলে মাঝপথে থেমে যায় তাঁর স্নাতক হওয়া। এরপর যুদ্ধ থেকে ফিরে এসে ফের পড়াশোনা শুরু করেন তিনি। তবে এবার বাধ সাধে অ্যান্টনি ব্রুট্টোর স্ত্রী-র স্বাস্থ্য।

এরপর নানা জায়গায় কাজ করলেও মনের কোথাও সুপ্ত অবস্থায় ছিল স্নাতক হওয়ার বাসনা। পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের পেশ করা মিডিয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, "আমার কাছে সবসময়ই স্নাতক হওয়া গুরুত্বপূর্ণ ছিল।"

তিনি কী এবার স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্য চেষ্টা করবেন? এই প্রশ্নের উত্তরে স্মিত হেসে বছর ৯৪-এর চনমনে যুবক ব্রুট্টো জানিয়েছেন, আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকাই পছন্দ করবেন।

English summary
94-Year-Old Man Finally Graduates From West Virginia University
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X