For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে মার্কিন বোমায় নিহত ৯০ আইএস জঙ্গী

আফগানিস্তানে যে বিশাল আকৃতির বোমা ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে কমপক্ষে ৯০ জন ইসলামিক স্টেট জঙ্গী নিহত হয়েছে বলে সবশেষ খবরে জানা যাচ্ছে।

  • By Bbc Bengali

আফগানিস্তান, মার্কিন বোমা
BBC
আফগানিস্তান, মার্কিন বোমা

আফগানিস্তানে যে বিশাল আকৃতির বোমা ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে কমপক্ষে ৯০ জন ইসলামিক স্টেট জঙ্গী নিহত হয়েছে বলে সবশেষ খবরে জানা যাচ্ছে।

নাঙ্গারহার প্রদেশে একাধিক সুড়ঙ্গ ও গুহার এক নেটওয়ার্কের ওপর ফেলা ওই বোমাটি ফেলা হয় বৃহস্পতিবার। প্রথমে বলা হয়েছিল নিহতের সংখ্যা ৩৬।

ধ্বংসক্ষমতার দিক থেকে পরমাণু বোমা ছাড়া অন্য যত রকম বোমা আছে - তার মধ্যে এই 'মাদার অব অল বম্বস' বা 'মোয়াব'-ই সবচেয়ে শক্তিশালী।

এই প্রথম কোন যুদ্ধে এই বোমা ব্যবহৃত হলো।

ইসলামিক স্টেট অবশ্য এই আক্রমণে তাদের কেউ হতাহত হবার কথা অস্বীকার করেছে।

আরো পড়ুন: 'পাল্টা পরমাণু হামলা চালাতে প্রস্তুত' উত্তর কোরিয়া

আফগানিস্তান, মার্কিন বোমা
Getty Images
আফগানিস্তান, মার্কিন বোমা

তবে নাঙ্গারহারের আচিন প্রদেশের গভর্নর ইসমাইল শিনওয়ারি বিবিসির কাছে নিহতের সংখ্যা ৯০ জন বলে নিশ্চিত করেছেন।

বোমার বিস্ফোরণে কাছাকাছি কোন বেসামরিক লোকালয় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায় নি।

মার্কিন এবং আফগান কর্তৃপক্ষ বিস্ফোরণস্থলের কাছাকাছি কোন সাংবাদিক বা অন্য লোকজনকে যেতে দিচ্ছে না।

আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন আফগান সরকারের সাথে কথা বলে এবং বেসামরিক প্রাণহানি যাতে না হয় তার ব্যাপারে সতর্ক থেকেই এ আক্রমণ চালানো হয়েছে।

অবশ্য নিকটবর্তী একটি এলাকার বাসিন্দা বলেছেন, বোমার আঘাতে কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে।

'বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছিল' বলে জানান তিনি।

English summary
90 IS terrorist killed in Afghanistan Bomb Blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X