For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাজায় ইসরায়েলি বোমা হামলার এক সপ্তাহ পর জেরুসালেমে বন্দুকের গুলিতে ৮ জন আহত

  • By Bbc Bengali

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাসে পরীক্ষা চালাচ্ছে।
Getty Images
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাসে পরীক্ষা চালাচ্ছে।

ইসরায়েলি পুলিশ বলছে জেরুসালেমের পুরনো অংশ ওল্ড সিটিতে ফিলিস্তিনি এক বন্দুকধারী একটি বাস এবং পার্কিং এলাকায় গুলি চালালে কমপক্ষে আটজন আহত হয়েছে।

রবিবার ভোরে ওয়েস্টার্ন ওয়ালের কাছে এই হামলার ঘটনা ঘটে।

গাজায় তিনদিনের ইসরায়েলি বোমা হামলার এক সপ্তাহ পর এই হামলা চালানো হলো।

ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বন্দুক হামলায় আহত একজন গর্ভবতী নারীসহ দু'জনের অবস্থা গুরুতর।

গর্ভবতী ওই নারীকে জরুরি ভিত্তিতে সন্তান প্রসবের জন্য পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বলা হচ্ছে তার পাকস্থলীতে গুলি লেগেছে এবং সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি সন্তান প্রসব করেছেন। তার অবস্থাও গুরুতর।

গুরুতর আহত অপর ব্যক্তির মাথা ও গলায় গুলি লেগেছে।

খবরে বলা হচ্ছে তীর্থযাত্রীরা যখন পবিত্র ওই স্থানটিতে প্রার্থনা শেষ করে ফিরে যাচ্ছিল তখন সন্দেহভাজন ওই ব্যক্তি তাদের ওপর গুলি চালায়।

হামলাকারী ব্যক্তি প্রথমে সেখান থেকে পালিয়ে গেলেও পরে তিনি ইসরায়েলি পুলিশের কাছে গিয়ে ধরা দেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে তিনি পূর্ব জেরুসালেমের একজন ফিলিস্তিনি বাসিন্দা।

আরো পড়তে পারেন:

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি অবরোধ তোলা হয়েছে

ফিলিস্তিনের নির্বাচনে হামাসের যে বিজয় দুনিয়াকে চমকে দিয়েছিল

যমজ যে ভাই-বোন ফিলিস্তিনি আন্দোলনের নতুন মধ্যমণি

ইসরায়েলি পুলিশ বলছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন এবং তার সঙ্গে আর কেউ ছিল না বলেই তারা মনে করছেন।

পুলিশ বলছে ২৬ বছর বয়সী এই ব্যক্তির অতীতেও অপরাধমূলক কর্মকাণ্ড করার রেকর্ড রয়েছে। কিন্তু কোনো জঙ্গি গ্রুপের সঙ্গে তার সম্পর্ক আছে কি না সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।

তবে পুলিশ গুলির এই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাসে পরীক্ষা চালাচ্ছে।
Reuters
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাসে পরীক্ষা চালাচ্ছে।

ইহুদি ধর্মে ওয়েস্টার্ন ওয়াল অন্যতম পবিত্র একটি স্থান। প্রতি বছর হাজার হাজার ইহুদি সেখানে প্রার্থনা করতে যান।

ইসরায়েলের জরুরি বিভাগগুলো বলছে, হামলাকারী কিং ডেভিড'স টুম্বের কাছে একটি বাস এবং কার পার্ক লক্ষ্য করে গুলি চালায়।

বাসের চালক ড্যানিয়েল কানিয়েভস্কি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন গুলি চালানোর সময় তার বাসটি যাত্রীতে পূর্ণ ছিল।

"হুইলচেয়ারে বসা এক যাত্রীকে তোলার জন্য আমরা যখন র‍্যাম্পটি খুলি তখনই গুলি শুরু হয়। সবাই বাসের মেঝেতে বসে পড়েন। তারা ভয়ে চিৎকার করছিলেন। আমি বাসটি নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু র‍্যাম্প খোলা থাকায় বাসটি চালানো সম্ভব ছিলো না," বলেন তিনি।

সোশাল মিডিয়াতে যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ঘটনাস্থলে প্রচুর সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা গেছে।

স্থানীয় খবরে বলা হচ্ছে যেসব উপাসনাকারী প্রার্থনার জন্য ওয়েস্টার্ন ওয়ালে গিয়েছিলেন নিরাপত্তার কারণে তাদেরকে সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

খবরে বলা হচ্ছে আহত আটজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য যারা নিউ ইয়র্ক থেকে ইসরায়েলে বেড়াতে এসেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, "এই হামলার সাথে যে ব্যক্তিই জড়িত থাকুক, আমাদের বেসামরিক নাগরিকদের ক্ষতি করার জন্য তাকে চরম মূল্য দিতে হবে।"

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

সালমান রুশদীর ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়েছে, কথা বলতে পারছেন

ছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা শিক্ষিকার মরদেহ উদ্ধার

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন 'জঘন্য' পরিস্থিতি কেন

ভারতবর্ষ ভাগে কী ভূমিকা রেখেছিলেন এ কে ফজলুল হক

গাজায় তিনদিন ধরে ইসরায়েলি বোমা হামলায় ৪৭ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর জেরুসালেমে এই বন্দুক হামলার ঘটনা ঘটলো।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বা পিআইজির নেতাদের লক্ষ্য ইসরায়েলি বাহিনী গাজায় টানা কয়েকদিন ধরে বোমা হামলা চালায় এবং ফিলিস্তিনি আন্দোলনকারীরাও ইসরায়েলকে লক্ষ্য করে এক হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করে।

ইসলামিক জিহাদ বলছে ইসরায়েলি হামলায় তাদের ১২ জন যোদ্ধা নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আরো যারা নিহত হয়েছেন তারা বেসামরিক নাগরিক এবং তাদের মধ্যে অন্তত ১৭ জনই শিশু।

অন্যদিকে পিআইজির ছোঁড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি সামান্য আহত হয়েছেন।

বেশিরভাগ রকেটই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আকাশেই ধ্বংস করে ফেলা হয়েছে।

English summary
8 died in Jerusalem shooting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X