For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জের, হংকংয়ের সুপারমার্কেট থেকে ৬০০টি টয়লেট পেপার চুরি

Google Oneindia Bengali News

কোরোনা আতঙ্কের জেরে এবার সুপার মার্কেট থেকে টয়লেট পেপার চুরি হল৷ হংকংয়ে একটি সুপার মার্কেট থেকে ডাকাতরা প্রায় ৬০০টি টয়লেট পেপারের রোল চুরি করে৷ ঘটনায় দুই নকে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ সকালে হংকংয়ের একটি সুপার মার্কেটে একদল সশস্ত্র ডাকাত প্রায় ৬০০টি টয়লেট পেপার রোল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ এরপরেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

৬০০-র ওপরে টয়লেট পেপার রোল নিয়ে চম্পট

৬০০-র ওপরে টয়লেট পেপার রোল নিয়ে চম্পট

স্থানীয় পুলিশ সূত্রে খবর, আজ সকালে হংকংয়ের মংককে একটি সুপার মার্কেটে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়৷ ডেলিভারি ম্যানকে ছুরি দেখিয়ে তারা ৬০০-র ওপরে টয়লেট পেপার রোল নিয়ে চম্পট দেয়৷ ঘটনায় জড়িত সন্দেহে এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে হংকং পুলিশ৷ পরে আরও একজনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে।

কোরোনার জেরে চিন সহ গোটা বিশ্ব

কোরোনার জেরে চিন সহ গোটা বিশ্ব

কোরোনার জেরে এমনিতেই সন্ত্রস্ত চিন সহ গোটা বিশ্ব৷ তার মধ্যেই হংকংয়ে টয়লেট পেপারের রোল নিয়ে চম্পট দেওয়ার এই বিষয়টি উঠে এসেছে৷ বিষয়টি আপাতদৃষ্টিতে মজার মনে হলেও, চিন ও পার্শ্বরবর্তী করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্ত দেশগুলির বাসিন্দাদের ক্ষেত্রে এটি একদমই মজার বিষয় নয়৷

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭৬৫ জন মারা গিয়েছেন চিনে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭৬৫ জন মারা গিয়েছেন চিনে

চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশই ২ হাজারের দিকে এগোচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে যেই মৃত্যুর ঘটনা ঘটছে তা থামানোর কোনও পথই যেন খুঁজে পাচ্ছে না চিন। রবিবার রাত পর্যন্ত সেদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭৬৫ জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৪০০।

কোরোনা আতঙ্কে গৃহবন্দি চিনের বাসিন্দারা

কোরোনা আতঙ্কে গৃহবন্দি চিনের বাসিন্দারা

কোরোনা আতঙ্কের জেরে চিনের প্রায় সর্বত্রই মানুষ একপ্রকার গৃহবন্দি৷ কলকারখানা, ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে কোরোনা৷ এই পরিস্থিতিতে প্রত্যেকদিন সুপারমার্কেটগুলিতে মানুষ লম্বা লাইন দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনছেন৷ স্টক শেষ হয়ে গেলে তা দ্রুত ভর্তি করা সুপারমার্কেট কর্তৃপক্ষের তরফে সম্ভব হচ্ছে না৷ তারমধ্যে এভাবে টয়লেট পেপার চুরি পুলিশের মাথাব্যাথার নতুন কারণ হয়ে উঠেছে ৷

পুড়িয়ে ফেলা হবে কাগজের নোট

পুড়িয়ে ফেলা হবে কাগজের নোট

এদিকে জানা গিয়েছে যে করোনা সংক্রমণ রুখতে এবার হুবেই প্রদেশের প্রায় সব কাগজের নোট পুড়িয়ে ফেলতে চলেছে চিন। এছাড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহৃত সব কাগুজে নোট নষ্ট করে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক। চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ফ্যান ইফি জানিয়েছেন, প্রায় ৬০০ বিলিয়ন ইয়ান নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

English summary
600 toilet paper roll stolen from hong kong super market amid coronavirus scare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X