For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মঘটে পাইলটরা, ১০০টি উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ

ধর্মঘট শুরু করেছেন প্রায় সাড়ে চার হাজার পাইলট। যার জেরে প্রায় স্তব্ধ হয়ে বসেছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান পরিষেবা। ইতিমধ্যেই ১০০ টি উড়ান বাতিল করেছে তারা।

Google Oneindia Bengali News

ধর্মঘট শুরু করেছেন প্রায় সাড়ে চার হাজার পাইলট। যার জেরে প্রায় স্তব্ধ হয়ে বসেছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান পরিষেবা। ইতিমধ্যেই ১০০ টি উড়ান বাতিল করেছে তারা। লভ্যাংশের অংশ দাবি করে পাইলটদের এই ধর্মঘট বলে জানা গিয়েছে। এই কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। সেকারণে যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। তাঁরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই পাইলটদের সঙ্গে এই নিয়ে সমস্যা চলছে। সেটি মেটানোর প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

ধর্মঘটে পাইলটরা, ১০০টি উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ

যাত্রীদের কথা ভেবেই দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে সংস্থা। পরিষেবা স্বাভাবিক করতে দফায় দফায় পাইলটদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসছে কর্তৃপক্ষ। কিন্তু সেটি বাস্তবায়িত হতে সময় লাগবে বিবেচনা করেই যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া শুরু করেছে বিমান সংস্থাটি।

[আরও পড়ুন: খোদ পরিবহনমন্ত্রী গড়করিই ট্রাফিক নিয়ম ভেঙে পড়লেন জরিমানার গেরোয়! তারপরের ঘটনা নিজেই জানালেন][আরও পড়ুন: খোদ পরিবহনমন্ত্রী গড়করিই ট্রাফিক নিয়ম ভেঙে পড়লেন জরিমানার গেরোয়! তারপরের ঘটনা নিজেই জানালেন]

সূত্রের খবর পাইলটদের সংগঠন আগেই জানিয়েছিল তারা সেপ্টেম্বরের ৯, ১০ এবং ২৭ তারিখে ধর্মঘট করবে। এতে যাত্রীদের অসুবিধা হবে জানিয়ে সংগঠনের কাছে ধর্মঘট না করার আর্জিও জানিয়েছিল বিমান সংস্থা। কিন্তু নিজেদের দাবিতে অনড় থেকেই এই ধর্মঘট শুরু করেছেন তাঁরা।

 [আরও পড়ুন:অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হবে! উত্তর পূর্বে গিয়ে আশ্বস্ত করলেন অমিত শাহ] [আরও পড়ুন:অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হবে! উত্তর পূর্বে গিয়ে আশ্বস্ত করলেন অমিত শাহ]

English summary
4,000 pilots of British Airways have started a strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X