For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জার্মানিতে খেলনা বন্দুক দেখিয়ে ডাকাতি কিশোরের, ধৃত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জার্মানি
বার্লিন, ২৭ জানুয়ারি: কাঁচা বয়স। কাঁচা বুদ্ধি। তাই ব্যাঙ্কে ডাকাতি করে পালাতে গিয়ে ধরা পড়ে গেল কিশোর।

বাড ফুজিঙ্গ। জার্মানির ব্যাভেরিয়ার একটি ছোট্ট শহর। দুপুর নাগাদ যখন ব্যাঙ্কের কাজ চলছে পুরোদমে, হঠাৎ ভিতরে ঢুকে পড়ে একটি ছেলে। বয়স বছর ষোলো। হাতে বাগিয়ে ধরেছে বন্দুক। সোজা ম্যানেজারের মাথা তাক করে হুমকি দেয়, টাকা না দিলে এক্ষুণি গুলি করে দেবে। নাহ, ভল্ট ভেঙে টাকা নেওয়ার চেষ্টা সে করেনি। ব্যাঙ্কের ম্যানেজার আর কয়েকজন কর্মচারীর কাছ থেকে যা পায়, ছোঁ মেরে নিয়ে নেয়। তার পর চম্পট দেয়। ব্যাঙ্কের সামনে রাখা একটি সাইকেলে চেপে পালাতে থাকে।

এদিকে, চেঁচাচে চেঁচাতে তখন বাইরে বেরিয়ে এসেছেন ব্যাঙ্ককর্মী, গ্রাহক সব্বাই। ছুটে আসে পুলিশ। সব শুনে এবার পুলিশ ধাওয়া করে। মিনিট পনেরোর কম সময়ে পাকড়াও করে ছেলেটিকে। পাকড়াও করার পর জানা যায়, হাতের বন্দুকটি আসল নয়, খেলনা। হেসে ফেলেন পুলিশকর্মীরা। কিন্তু, আইনে যে হাত-পা বাঁধা। অগত্যা গ্রেফতার করা হয় ওই কিশোরকে।
জেরায় সে জানিয়েছে, বাবা-মা যথেষ্ট হাতখরচা দিত না। তাই বাধ্য হয়ে ডাকাতির ফন্দি আঁটে। এখন সে অনুতপ্ত।

English summary
16 year old boy robs bank with toy gun in Germany
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X