For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজদের হামলায় মৃত ১৪, আততায়ীদের মধ্যে একজন মহিলা ছিলেন

Google Oneindia Bengali News

স্যান বারনারডিনো, ৩ ডিসেম্বর : দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ করতে বুধবার সকালে ভয়াবহ সশস্ত্র হামলা চালাল জঙ্গিরা। এই আক্রমণে ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর যে তিনজন আততায়ী হামলা চালিয়েছিল, তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত আততায়ীদের মধ্যে একজন মহিলা ছিলেন। তৃতীয় আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্যান বারনারডিনোর পুলিশ প্রধান জানিয়েছেন, উন্নতমানের রাইফেল, হ্যান্ডগান দিয়ে হামলা চালায় আততায়ীরা। তবে এক্ষেত্রে বিস্ফোরক ব্যবহার করার কোনওরকম পরিকল্পনা ছিল কি না, কিংবা ইতিমধ্যে কোথাও বোমা রাখা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজদের হামলায় মৃত ১৪, আততায়ীদের মধ্যে একজন মহিলা ছিলেন

এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১৭ জন আহত হয়েছেন। বন্দুকবাজরা একটি সমাজসেবী সংস্থার সামনে প্রথম হামলা চালায়। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত গাঢ় কোনও রংয়ের স্পোর্টস গাড়িতে করে এসেছিল আততায়ীরা।

এই হামলাটি মূলত চলেছে লস অ্যাঞ্জেলেস থেকে ৬০ মাইল দূরে স্যান বারনারডিনোর ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এই হামলা শুরু হয়। এই হামলার পিছনে আততায়ীদের কী উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। সকাল ১১ টা নাগাদ প্রথম হামলা হয়।

English summary
14 dead in California shooting, 2 of 3 suspects killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X