For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চট্টগ্রাম অস্ত্র-কাণ্ডে ১৪ জনের ফাঁসি, তালিকায় প্রাক্তন মন্ত্রী, সচিব

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মতিউর রহমান নিজামি
চট্টগ্রাম, ৩০ জানুয়ারি: অস্ত্র চোরাচালান মামলায় ১৪ জনকে ফাঁসির সাজা দিল আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষিত হয়। সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী, সচিব। ভারতের জঙ্গি সংগঠন আলফার পলাতক কমান্ডার পরেশ বড়ুয়াও রয়েছেন এই তালিকায়।

২০০৪ সালের পয়লা এপ্রিল চট্টগ্রামে দশ ট্রাক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ৩ এপ্রিল কর্ণফুলি থানায় অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয়। প্রথম পর্যায়ে ৪৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০০৭ সালে আদালত এই মামলায় কিছু ত্রুটি চিহ্নিত করে ফের তদন্তের নির্দেশ দেয়। মোট ১০২জনকে অভিযুক্ত করে আবার চার্জশিট জমা দেয় পুলিশ। শেষ পর্যন্ত ৫০ জনের বিরুদ্ধে মামলা টেকে। অবশেষে এদিন রায় ঘোষণা করে আদালত।

এদিন চট্টগ্রামের স্পেশ্যাল ট্রাইবুনালের বিচারক এস এম এম রহমান ১৪ জনকে ফাঁসির সাজা দেন। এই তালিকায় রয়েছেন জামায়ত-ই-ইসলামির নেতা তথা প্রাক্তন শিল্পমন্ত্রী আমির মতিউর রহমান নিজামি, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন শিল্প সচিব নুরুল আমিন, প্রাক্তন সেনা অফিসার রেজ্জাকুল হায়দার চৌধুরী প্রমুখ। যদিও পরেশ বড়ুয়া এবং নুরুল আমিন এখনও পলাতক।

বিচারক বলেন, বাংলাদেশের জলসীমাকে এরা অন্যায়ভাবে ব্যবহার করে দেশের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। তাই মৃত্যুদণ্ডই প্রাপ্য। ফাঁসির সাজা ছাড়াও এদের সবাইকে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন বিচারক।

English summary
14 convicts including former minister get death sentence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X