For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোলিওদানে বাধা : পাকিস্তানে গ্রেফতার ১০, মামলা ১৬০ জনের বিরুদ্ধে

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি : স্বাস্থ্যক্ষেত্রে পরিণতির ইঙ্গিত দিল পাকিস্তানি প্রশাসন।

এতদিন অন্যান্য ক্ষেত্রের মতো পাকিস্তানে অবহেলিত ছিল এই ক্ষেত্রটিও। তবে এবার এক অভিনব কাণ্ড ঘটাল সেখানকার প্রশাসন।

অভিযোগ ছিল ছেলেমেয়েদের পোলিও খাওয়ানো থেকে বিরত রাখা। আর এই অপরাধে ১০ জনকে গ্রেফতার ও ১৬০ জনের বিরুদ্ধে মামলা শুরু করল পাকিস্তানের প্রশাসন।

পোলিওদানে বাধা : পাকিস্তানে গ্রেফতার ১০, মামলা ১৬০ জনের বিরুদ্ধে


পাকিস্তানি সংবাদপত্র ডনে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, খাইবার পাখ্‌তুনখোয়া প্রদেশের নৌশেরা জেলায় বেশ কিছু সংখ্যক পরিবার তাঁদের শিশুদের পোলিও খাওয়ানো থেকে বিরত রেখেছিল। এমনকী স্বাস্থ্যকর্মীরা পোলিও খাওয়াতে গেলে ওই বাবা-মায়েরা বাধা দেয় বলেও অভিযোগ।

খবর পেয়েই সেখানকার পুলিশ প্রধান কড়া দাওয়াই বাতলান। গ্রেফতার করা হয় বাধাদানকারীদের। আরও লোকজনের বিরুদ্ধে মামলা শুরু করার নির্দেশও দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট পোলিও আক্রান্তের ৮০ শতাংশই পাকিস্তানের বাসিন্দা। অন্যদিকে সেইদেশের মোট পোলিও আক্রান্তের ৯৬ শতাংশই খাইবার পাখ্‌তুনখোয়া প্রদেশের।

হু-এর নির্দেশমতোই পোলিও দূরীকরণের জন্য সবরকমের প্রচেষ্টা চালাতে রাজি হয়েছে পাকিস্তান প্রশাসন।

English summary
10 arrested, 160 booked for refusing polio vaccination in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X