For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তোমার অহঙ্কার আর চারদিনের', পোস্টার পড়ল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়ির সামনে

'তোমার অহঙ্কার আর চারদিনের', পোস্টার পড়ল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়ির সামনে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে, বুধবার মুম্বাইতে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়ির বাইরে একটি ব্যানার দেখা গিয়েছে। ব্যানারে লেখা ছিল, 'তোমার অহংকার আর ৪ দিন চলবে। আমাদের রাজত্ব উত্তরাধিকার পেয়েছে।' পোস্টারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত এবং অন্যান্য বিশিষ্ট মুখের ছবি রয়েছে। সংবাদমাধ্যমের খবর, শিবসেনার কর্পোরেটর দীপমালা বাধে এই পোস্টারটি লাগিয়েছেন। বিজেপিকে কটাক্ষ করেই এই পোস্টার লাগানো হয়েছে বলে অনেকে মনে করছেন৷

কী বলছেন সঞ্জয় রাউত?

কী বলছেন সঞ্জয় রাউত?

অন্যদিকে, বুধবার সেনা সাংসদ সঞ্জয় রাউত বিদ্রোহকে অস্বীকার করে বলেছেন, দল একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করছে। রাউত যোগ করেছেন, শিবসেনার ছাই থেকে ওঠার ক্ষমতা আছে। শিন্ডে একজন পুরনো শিব সৈনিক। আমরা শিন্ডেকে ছাড়তে পারি না এবং তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন সুতরাং আসুন আমরা অপেক্ষা করি৷' তিনি আরও বলেন, একনাথ শিন্ডে একজন শিব সৈনিক এবং তাঁর যোগাযোগ চলছে। আজ সকালে তার সঙ্গে আমার কথা হয়েছে। সেনার তরফে কোন সমস্যা নেই এবং তারা (বিদ্রোহীরা) আমাদের সঙ্গেই থাকবেন৷

আরও যা বললেন সঞ্জয়!

আরও যা বললেন সঞ্জয়!

তবে এখানেই থামেননি সঞ্জয়, তিনি শিন্ডের প্রশংসা করে বলেছেন, 'শিন্ডে আমাদের পুরনো বন্ধু৷ আমাদের আলোচনা চলছে। আমরা এক ঘন্টা কথা বলেছি এবং কিছুই গোপন করা হচ্ছে না। একনাথ শিন্ডের জন্য বা আমাদের পক্ষে দল ছেড়ে যাওয়া বা তাকে ছেড়ে যাওয়া সহজ নয়। শিবসেনা নেতাদের লাগানো পোস্টারটি আপাতদৃষ্টিতে মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে সহ বিদ্রোহীদের খোঁচা দিতেই তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

শিব সেনা না ছাড়ার বার্তার শিন্ডের!

শিব সেনা না ছাড়ার বার্তার শিন্ডের!

মহারাষ্ট্রে ক্ষমতার দ্বন্দ্বের মধ্যেই এ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, শিবসেনা নেতা একনাথ শিন্ডে বিজেপি শাসিত রাজ্য অসমের গুয়াহাটিতে রয়েছে৷ সেখানে শিন্ডের সঙ্গে কমপক্ষে ৪০ জন বিক্ষুব্ধ সেনা বিধায়ক রয়েছে বলে দাবি করা হয়েছে৷ অন্যদিকে সেনার মুখপত্র 'সামনা'-র একটি সম্পাদকীয় অংশে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। বিজেপি অপারেশন পদ্ম-তে সফল হবে না বলেও বলা হয়েছে সামনা-তে৷ যদিও শিন্ডের পদক্ষেপ শিবসেনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন এমভিএ সরকারকে একটি সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এমএলসি ভোটের ফলাফল ঘোষণা করার পরে এই সংকটের জন্ম হয়েছিল, যার পরে শিবসেনার বিধায়করা যোগাযোগহীন হয়ে গিয়েছেন, সেনা বিধায়কদের বড় অংশ দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বলে মনে করা হচ্ছে৷ যদিও শিন্ডে শিবির এর মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে মুখ বন্ধ রেখেছেন৷ শিন্ডে বলেছেন, 'আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনা ছাড়িনি। আমরা এটি ছাড়ব না। আমরা বালাসাহেবের হিন্দুত্বকে অনুসরণ করে চলেছি এবং এটিই বহন করব।'

মহারাষ্ট্রে বিদ্রোহ, বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতমহারাষ্ট্রে বিদ্রোহ, বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

English summary
'Your arrogance and four days', poster reads in front of Shiv Sena spokesperson Sanjay Raut's house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X