For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপহরণ করে তরুণীকে গণধর্ষণ, ফের মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে দিল্লি

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ মে : দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনি থেকে ২৬ বছরের এক তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল ৬ জনের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ৬ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চারজনের মধ্যে ৩ জন হল আকাশ (২৩), দীপক (২০) এবং অমন (২৬)। ভারতীয় দণ্ডবিধির ধারায় গণধর্ষণ, অপহরণ ও এই সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

অপহরণ করে তরুণীকে গণধর্ষণ, ফের মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে দিল্লি

চতুর্থ জনের নাম রোহিত। রোহিত এই দলের আর এক সদস্য। তবে অপহরণের সময় থাকলেও রোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণী উত্তর নগরের বাসিন্দা। একটি ইভেন্ট ফার্মে চুক্তির ভিত্তিতে কাজ করতেন।

রবিবার রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ এক অটোচালক পুলিশের কাছে এই ঘটনাটি নিয়ে অভিযোগ জানায়। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই তরুণীকে রাত সাড়ে দশটা নাগাদ চিনি মুলচন্দ হাসপাতাল সিগনালের কাছে নামান। ওই তরুণী তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, যাতে ওই অটো করেই তিনি বাড়ি যেতে পারেন।

কিছুক্ষণ পরে কথামতো ওই তরুণী অটোচালককে ফোন করেন যিনি মাত্র কয়েক মিটার দুরেই দাঁড়িয়েছিলেন। ইতিমধ্যে একটি সাদা রংয়ের স্যান্ট্রো গাড়ি আসে। তাতে ৫ জন বসেছিল।

এক পুলিশকর্মী জানিয়েছেন, আচমকা হ্যাঁচকা টানে ওই তরুণীকে গাড়িতে তুলে দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি। অটোচালকটি কোনও মতে গাড়ির নম্বরটি দেখে থানায় ফোন করে খবর দেন। সময় নষ্ট না করে ওই অটোচালককে সঙ্গে নিয়ে তরুণীর খোঁজ শুরু করে দেয় পুলিশ।

কয়েক ঘন্টা পরে পুষ্পাভবনের কাছে দক্ষিণপুরী এলাকার রাস্তার ধারে ওই তরুণীকে পড় থাকতে দেখে পুলিশ। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে তাঁকে সঙ্গে নিয়েই সেই বাড়িটিতে যায় পুলিশ যেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। গাড়িটি তখনও ওখানেই ছিল। ওই বাড়ি থেকেই ৪ জনতে গ্রেফতার করে পুলিশ।

বাকি ২ জনের জন্য তল্লাশি এখনও চালাচ্ছে পুলিশ।

English summary
Young woman kidnapped, gang-raped by 6 men in South Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X