For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রহস্যজনক ভাবে নিখোঁজ অরুণাচল প্রদেশের দুই যুবক! পিছনে লালচিনের ষড়যন্ত্র?

চিন সীমান্ত থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ অরুণাচল প্রদেশের দুই যুবক। এমনটাই জানিয়েছেন অঞ্জ জেলার (Anjaw district) পুলিশ সুপার রিকা কামশি (Rike Kamsi)। দুই যুবকের নাম বেটিলুম টিক্রো এবং বিয়িংসো মন্নু বলে জানা যাচ্ছে। কিছু চি

  • |
Google Oneindia Bengali News

চিন সীমান্ত থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ অরুণাচল প্রদেশের দুই যুবক। এমনটাই জানিয়েছেন অঞ্জ জেলার (Anjaw district) পুলিশ সুপার রিকা কামশি (Rike Kamsi)। দুই যুবকের নাম বেটিলুম টিক্রো এবং বিয়িংসো মন্নু বলে জানা যাচ্ছে। কিছু চিকিৎসা সংক্রান্ত গাছের অংশ খুঁজতে ভারত এবং চিন সীমান্তে যান ওই দুই যুবক।

আর এরপর থেকে তাঁদের খোঁজ নেই বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় থানাতে নিখোঁজ ডায়েরি করা হয়

স্থানীয় থানাতে নিখোঁজ ডায়েরি করা হয়

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ৯ অক্টোবর দুই যুবকের পরিবারের তরফে স্থানীয় থানাতে নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘদিন ধরে এই বিষয়ে তল্লাশি চালিয়েই ব্যর্থ হয় পুলিশ আধিকারিকরা। আর এরপরেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানানো হয়েছে। আর এরপরে সেনার তরফেও খোঁজখবর শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার দুই যুবকের পরিবারের অভিযোগ, তাঁদের সন্তানদের চিন সেনা বন্দি করে ফেলেছে।

 ২৪ অগাস্ট তাদের শেষবার দেখা গিয়েছিল

২৪ অগাস্ট তাদের শেষবার দেখা গিয়েছিল

জানা যাচ্ছে, ওই দুই যুবক অঞ্জ জেলার (Anjaw district) কাসবে বলে একটি যায়গাতে বসবাস করেন। ওষুধী কিছু গাছপালা খুঁজতে গত ১৯ অগাস্ট আঞ্জু'র চগলগাম এলাকাতে যায়। কিন্ত্য সেখানে তাঁরা যায়নি বলেই দাবি। গত ২৪ অগাস্ট তাদের শেষবার দেখা গিয়েছিল। আর এরপর থেকে ওই দুই যুবকের সঙ্গে কোনও খোঁজ নেই বলেই খবর। পরিবার জানাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই স্থানীয় ভাবে তাঁদের খোঁজ করা হয়েছে। কিন্ত্য আশার আলো দেখা যায়নি। আর এরপরেই স্থানীয় থানাতে লিখিত অভিযোগ করা হয়। পরিবারের তরফেও সেনার সাহাজ্য চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই সার্চ অপারেশন শুরু হয়েছে বলে খবর। সেনাবাহিনীও তদন্ত শুরু করেছে বলে খবর।

পাঁচ যুবককে অপহরণ করে চিন

পাঁচ যুবককে অপহরণ করে চিন

২০২০ সালের সেপ্টেম্বর মাসে অরুলাচল প্রদেশ থেকে পাঁচ যুবককে অপহরণ করে চিন বাহিনী। প্রায় এক সপ্তাহ ধরে দীর্ঘ খোঁজখবর পর অবশেষে চিন জানায়, তাঁদের হাতে রয়েছে নিখোঁজ যুবক। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারত লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চিনের সঙ্গে ৩ হাজার ৪০০ কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। শুধু অরুণাচল প্রদেশর সঙ্গে ১০৮০ কিমি লম্বা সীমান্ত চিনের সঙ্গে জুরে রয়েছে। যেখানে সীমান্ত নিয়ে একটা বড় বিরোধও রয়েছে। হাই অ্যালার্ট জারি রয়েছে। কিন্ত্য এরপরেও মাঝে মধ্যেই চিনের দাদাগিরি দেখতে পাওয়া যায়।

English summary
Young two man from arunachal pradesh missing mysteriously
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X