For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) নিরাপত্তারক্ষীর চোখ মারার প্রতিবাদে এসপি নেতার মার্সিডিজের উপর দাঁড়িয়ে প্রতিবাদ তরুণীর

Google Oneindia Bengali News

আগরা, ১৯ মে : উত্তরপ্রদেশের এক রাজনৈতিক নেতার নিরাপত্তারক্ষী গাড়ির ভিতর থেকে তাঁকে উদ্দেশ্য করে চোখ মারতেই আগরানিবাসী তরুণী সাধবী পাণ্ডে সটাং ওই মার্সিডিজ গাড়ির উপর চড়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যতক্ষণ না ক্ষমা চাওয়া হয় এবং নিরাপত্তারক্ষী তাঁর বোনের যে মোবাইল ফোনটি ভেঙে দিয়েছিল তার জন্য ৬,৫০০ টাকা দেওয়া না হয় ততক্ষণ তিনি নিচে নামতে অস্বীকার করেন।

পরনে গোলাপী সালোয়ার কামিজ। মাথা ওড়না দিয়ে ঢাকা সাধবীর বয়স বয়স ২০-র কাছাকাছি। একে দামি তার উপর নেতার গাড়ির উপর ক্ষুব্ধ সাধবী উঠে দাঁড়াতেই হতবাক হয়ে যান স্থানীয় লোকজন।

মার্সিডিজে দাঁড়িয়ে তরুণীর প্রতিবাদ ভাইরাল সোস্যাল মিডিয়ায়

আর সাধবীর সেই ভিডিওই এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সাধবীর অভিযোগ, বোনের সঙ্গে স্কুটারে ছিলেন তিনি। ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন আলো সবুজ হওয়ার। তখনই এক নিরাপত্তারক্ষী তাঁকে দেখে চোখ মারে। যখন তাঁর বোন মাবাইল ফোন দিয়ে ছবি তুলতে যায়,ওই ব্যক্তি ফোনটি ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে তা ভেঙে দেয়।

এরপরেই অগ্নিশর্মা সাধবী লাফিয়ে গাড়ির উপর উঠে দাঁড়ায়। প্রায় আধ ঘন্টা এভাবেই প্রতিবাদ জানাতে থাকে সে। সাধবী বলেন, "যদি আইনরক্ষকরাই এই ধরণের কাজ করে তাহলে সাধারণ মানুষ কী করবে? আমরা গাড়িটা আটকেছিলাম নিরাপত্তারক্ষীর কাণ্ডকারখানা শোনানোর জন্য। কিন্তু তাকে কিছু না বলে উল্টে আমার বোনের ফোনই ভেঙে দেওয়া হল।"

English summary
Young Agra Woman's Protest on Top of Mercedes Goes Viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X