For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালীর আগেই ৬.৫ কোটি লোকের অ্যাকাউন্টে 8.5 শতাংশ হারে সুদের টাকা! কীভাবে দেখবেন আপনি?

৬.৫ কোটি লোককে দিওয়ালীর আগে অসাধারণ একটা উপহার (Diwali Gift) দিল কেন্দ্রীয় সরকার। ভাবছেন তো কি উপহার! আলোর উৎসব শুরু হওয়ার আগেই প্রভিডেন্ট ফান্ড উপভোক্তাদের (PF Subscribers) অ্যাকাউন্টে সুদের টাকা (PF Interest) ট্রান্সফা

  • |
Google Oneindia Bengali News

৬.৫ কোটি লোককে দিওয়ালীর আগে অসাধারণ একটা উপহার (Diwali Gift) দিল কেন্দ্রীয় সরকার। ভাবছেন তো কি উপহার! আলোর উৎসব শুরু হওয়ার আগেই প্রভিডেন্ট ফান্ড উপভোক্তাদের (PF Subscribers) অ্যাকাউন্টে সুদের টাকা (PF Interest) ট্রান্সফার করতে শুরু করেছে EPFO।

ফলে এখনই অ্যাকাউন্ট চেক করে নিন। আপনার পিএফ অ্যাকাউন্টেও সেই টাকা ঢুকেছে কিনা তা দেখে নেওয়া ভালো। বাড়ি বসেই খুব সহজেই পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স চেক (Know how to check PF Balance) করা যায়।

কত টাকা সুদ এসেছে!

কত টাকা সুদ এসেছে!

মোদী সরকার (Modi Government) গত কয়েকদিন আগেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। চলতি অর্থবছর অর্থাৎ 2020-21 এর জন্যে প্রভিডেন্ট ফান্ডে 8.5 শতাংশ সুদ (PF Interest Rate) দেওয়ার কথা জানিয়েছে। শ্রম এবং রোজগার মন্ত্রক (Labour Ministry) ইতিমধ্যে এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। আর এরপরেই EPFO প্রভিডেন্ট ফান্ড উপভোক্তাদের অ্যাকাউন্টে 8.5 শতাংশ হারে সুদ দিতে চলেছে। ইতিমধ্যে পিএফ অ্যাকাউন্টে এই টাকা পড়তে চলেছে। দেখে নেওয়া প্রয়োজন আপনার অ্যাকাউন্টেও এই সুদের টাকা এসেছে কিনা।

মিসড কলের মাধ্যমে!

মিসড কলের মাধ্যমে!

ভাবছেন তো কীভাবে পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন। খুব সহজ তিন পদ্ধতিতে এই টাকার অংশ চেক করা যায়। প্রথমেই মিসড কলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট চেক করতে পারবেন। রেজিস্টার মোবাইল নম্বর থেকে এই 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে। আর এরপরেই EPFO-এর তরফে একটি মেসেজ আসবে। আর সেখানে পিএফ অ্যাকাউন্টে কত টাকা আছে সেই তথ্য পেয়ে যাবেন। তবে এভাবে ব্যালেন্স জানার জন্যে দরকার UAN এর মাধ্যমে Bank Account, PAN এবং Aadhaar-এর লিঙ্ক করানো।

কীভাবে এসএমএস-র মাধ্যমে ব্যালেন্স জানবেন?

কীভাবে এসএমএস-র মাধ্যমে ব্যালেন্স জানবেন?

যদি ইউএএন আর কেওয়াইসি আপনার সংযুক্ত থাকে, তাহলে একটি এসএমএসের মাধ্যমে পিএফ ব্যালেন্স জানা সহজ. এজন্য টেক্স মেসেজ অপশানে গিয়ে EPFOHO UAN ENG টাইপ করুন।

তারপর সেই নম্বর পাঠিয়ে দিন 7738299899 তে। এখানে কোন ভাষায় দেখতে চান তারও অপশান রয়েছে। হিন্দি, বাংলা, মালায়ালাম, কান্নাড সহ একাধিক ভাষাতে প্রভিডেন্ট ফান্ডের তথ্যে জানা যায়। তবে কোন ভাষাতে জানতে চান তা আপানার রেজিস্টার নম্বর থেকেই পাঠাতে হবে।

EPFO-এর মাধ্যমে জানা যাবে তথ্য-

EPFO-এর মাধ্যমে জানা যাবে তথ্য-

আর এভাবে ব্যালেন্স জানার জন্যে প্রথমেই আপনাকে যেতে হবে EPFO -এর ওয়েবসাইটে। এরপর Employee Centric Services-এর উপ্র ক্লিক করতে হবে। এরপর একটা অপশন খুলে যাবে। সেখানে View Passbook করতে হবে। তবে পাসবুক দেখতে হলে UAN-এর মাধ্যমে লগ ইন করতে হবে। এছাড়াও উমং অ্যাপের মাধ্যমেও জানা যাবে পিএফ সংক্রান্ত তথ্য। ফলে আর দেরি না করে এখনই আপনার অ্যাকাউন্ট দেখে নিন যেখানে সরকারের দেওয়া সুদের টাকা পড়েছে কিনা।

English summary
You can get interest of PF in your account before diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X