For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্ব ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের

হিন্দুত্ব ইস্যুতে ফের একবার বিতর্কের জন্ম দিলেন বিজেপির সাংসদ যোগী আদিত্যনাথ।

  • |
Google Oneindia Bengali News

লখনউ, ৩১ জানুয়ারি : হিন্দুত্ব ইস্যুতে ফের একবার বিতর্কের জন্ম দিলেন বিজেপির সাংসদ যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের শহিবাবাদে এক নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি বলেন ,পশ্চিম উত্তরপ্রদেশের কায়রানা থেকে যেভাবে হিন্দুদের চলে যেতে হচ্ছে , তাতে ৯০-এর দশকের কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে তাঁর।[শাহরুখ খান ও হাফিজ সঈদের গলার সুর এক, বিস্ফোরক মন্তব্য যোগী আদিত্যনাথের]

প্রসঙ্গত ১৯৯০ সালে কাশ্মীরে এক মর্মান্তিক ঘটনায় , রাতারাতি এলাকা ছাড়তে বাধ্য হন কাশ্মীরি পণ্ডিতরা। সেই প্রসঙ্গ তুলে এদিন তাঁর ভাষণে যোগী অদিত্যনাথ বলেন " আমি যখনই উত্তরপ্রদেশকে দেখি তখনই আমার খারাপ লাগে। ১৯৯০ -এর ১৯ জানুয়ারি হিন্দুদের সংঘবদ্ধভাবে কাশ্মীর ছাড়তে হয়। যেখানের মর্মান্তিক ঘটনায় মহিলাদের সম্ভ্রমহানী হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি যদি বর্তমানে কোথাও দেখা যায়, তাহলে তা হয় পশ্চিমবঙ্গে নয় পশ্চিমী উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে। উত্তর প্রদেশের কায়রানা ও কান্ধলা এর উদাহরণ। "[উস্কানিমূলক মন্তব্যের জন্য যোগী আদিত্যনাথকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন]

হিন্দুত্ব ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের

এদিনের দলীয় সভায় বিজেপির সাংসদ যোগী অদিত্যনাথ জানান,উত্তর প্রদেশে হিন্দুদের প্রস্থানের ঘটনাকে নির্বাচনী ইস্যু বানানো উচিত। পাশাপশি এদিন তিনি পশ্চিমী উত্তরপ্রদেশ নিরাপদ নয় বলেও দাবি করেন। প্রসঙ্গত ২০১৩ সালে উত্তরপ্রদেশের দাঙ্গা বিধ্বস্ত মুজফরনগর থেকে কায়রানা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযোগ ওঠে কায়রানা থেকে সরে যাচ্ছেন বহু হিন্দু।[ফের ঘৃণ্য মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ]

এদিকে , বিশ্বের ৭ টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করার ঘটনাকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ। তিনি ট্রাম্পের এই সিদ্ধান্তের পাশে রয়েছেন বলে দাবি যোগী আদিত্যনাথের। উল্লেখ্য এর আগে একবার বলিউড তারকা শাহরুখ খানকে পাক জঙ্গি হাফিজ সঈদের সঙ্গে তুলনা করেন বিজেপির এই সাংসদ। সেই বিতর্কের পর আবার নতুন করে তাঁর এই মন্তব্য ঘিরে জল কতদূর গড়ায় তাইই এখন দেখার।

English summary
BJP MP Yogi Adityanath on Monday raised the issue of alleged exodus of Hindus from Kairana while addressing a rally in poll-bound Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X